ময়ুখঠাকুর চক্রবর্তী, কলকাতা: পুলিশের হাতে আগেই গ্রেফতার হয়েছে কসবার (Kasba News) ত্রাস সোনা পাপ্পু। এ বার মাংসের দোকানের এক কর্মীকে মারধরের দায়ে তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের (Kolkata News)। 


সোনা পাপ্পুর তিন সঙ্গীও পুলিশের জালে


সম্প্রতি তিলজলার পিকনিক গার্ডেনে মাংসের দোকানের এক কর্মীকে নির্মমভাবে মারধরের ঘটনা সামনে আসে। তাতেই কসবার তিন অন্যতম কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের ২৪ বছর বয়সি বিশাল সিংহ ওরফে রড লালু, ২৪ বছর বয়সি সুরজ কুমার ঝা ওরফে মনোহর এূং ২৯ বছর বয়সি বিজয় কুমার গুপ্ত ওরফে বাপ্পা। 


গত কয়েক দিন ধরেই ধৃতদের গতিবিধির উপর নজর রেখেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বউবাজার থানা এলাকার নিউ বাজার লেন থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 


আরও পড়ুন: Saumen Kumar Mahapatra: খড়গপুর আইআইটি আবাসনে উদ্ধার ঝুলন্ত দেহ, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নীর রহস্যমৃত্যু


পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না, নিগ্রহের শিকার ওই মাংসের দোকানের কর্মী, ৩২ বছর বয়সি ইওরিশ আলি মোল্লার। থানায় অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের লোকজন। এর পর তদন্তে নেমে কসবার একটি ঝুপড়ি থেকে ইওরিশকে উদ্ধার করে পুলিশ। 


অভিযোগ, বেধড়ক মারধরের জেরে পা ভেঙে যায় ওই যুবকের। পুলিশ সূত্রে দাবি, আক্রান্তের সঙ্গে বকেয়া টাকা নিয়ে ঝামেলা ছিল ধৃতদের। সেই কারণেই মারধর করা হয় বলে অভিযোগ। ওই তিন জন আবার কসবার ত্রাস, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর সঙ্গী। 


এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেফতার তিন জন


এর আগে ৬ জুন, বালিগঞ্জ থেকে কসবার ত্রাস বলে পরিচিত সোনা পাপ্পুকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। এবার পুলিশের জালে ধরা পড়ল তারই তিন সঙ্গী।