Hyundai Motors IPO: আইপিওতে বিনিয়োগ করতে পছন্দ করেন ? তাহলে আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে। আগামী দিনে বাজারে আসবে ভারতের সবথেকে বড় আইপিও। দক্ষিণ কোরিয়ার সংস্থা হুন্ডাই মোটরস এবার ভারতে তাদের আইপিও আনতে চলেছে। বাজার নিয়ন্ত্রক সেবির (Hyundai Motors IPO) কাছে ইতিমধ্যেই সমস্ত নথি জমা করেছে হুন্ডাই মোটরস। সংবাদসূত্রে জানা গিয়েছে, গতকাল ১৫ জুন সেবির কাছে DHRP ফাইল জমা করেছে হুন্ডাই মোটরস। সূত্রের খবরে, হুন্ডাই মোটরস তাঁর ১৭.৫ শতাংশ স্টেক আইপিওর মাধ্যমে বিক্রি করবেন।


২৫ হাজার কোটি টাকা তুলতে চায় হুন্ডাই মোটরস


সংবাদসূত্রে জানা গিয়েছে, ভারতের অন্যতম বৃহৎ গাড়িনির্মাতা সংস্থা হুন্ডাই মোটরস বাজার থেকে ৩ বিলিয়ন ডলার বা ২৫ হাজার টাকা তোলার জন্য আইপিও আনতে চলেছে। আর এর মাধ্যমেই দেশের এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও নিয়ে আসবে হুন্ডাই মোটরস (Hyundai Motors IPO)। এর আগে এখনও পর্যন্ত সবথেকে বড় আইপিও নিয়ে এসেছিল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ২০২২ সালে LIC নিয়ে এসেছিল ২২ হাজার কোটি টাকার আইপিও। এছাড়াও পেটিএমের পেরেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস ১৮,১৩০ কোটি টাকার আইপিও এনেছিল, কোল ইন্ডিয়া এনেছিল ১৫,১৯৯ কোটি টাকার আইপিও।


অফার ফর সেলের মাধ্যমে ছাড়া হবে হুন্ডাইয়ের আইপিও


সংবাদসূত্রে জানা গিয়েছে, হুন্ডাই মোটরস (Hyundai Motors IPO) সম্পূর্ণ অফার ফর সেলের মাধ্যমে আইপিও আনবে বাজারে, এতে কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না। DRHP ফাইলিং অনুসারে, এই সংস্থা বাজারে মোট ১৪২,১৯৪,৭০০ টি ইকুইটি শেয়ার ছাড়বে। সংস্থার শেয়ারের প্রতিটির ফেসভ্যালু থাকবে ১০ টাকা।


কবে বাজারে আসবে আইপিও


সাধারণত সেবির কাছে জমা করা DRHP ফাইল অনুমোদন পেতে ৬০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এই বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বাজারে আসতে পারে হুন্ডাই আইপিও।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Paytm Layoff: চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে ? ফের প্রশ্নের মুখে পেটিএম- কী জানাল সংস্থা ?