আবির দত্ত, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্স থানা (Leather Complex Police Station) এলাকায় মামা-শ্বশুরকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ভাগ্নি-জামাই। আজ সকালে বারুইপুর থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে পাকড়াও করেছে KLC থানার পুলিশ। গতকাল ভোরে চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন ৬৬ বছরের ভোলা শেখ। চামড়ার কারখানার ওই কর্মীকে এলোপাথাড়ি কোপানো হয়। পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা। সেই আক্রোশেই ভাগ্নি-জামাই তাঁকে খুন করে বলে অভিযোগ।
ঠিক কী হয়েছিল: ভোরবেলা চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন কলকাতা লেদার কমপ্লেক্সের চামড়ার কারখানার এক কর্মী। এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে আত্মীয়ের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই হামলা। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আরও একটি নৃশংস খুন! চিৎপুর, ময়দান, চিংড়িঘাটার পর এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা।
একের পর এক খুন! পরপর চারদিনে কলকাতা ও লাগোয়া এলাকায় চার-চারটি খুনের ঘটনা ঘটল। সোমবার কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা কাপাশিটে নৃশংসভাবে খুন হলেন ৬৬ বছরের ভোলা শেখ। পরিবারের দাবি, ভোর ৫টা নাগাদ চা খেতে বেরিয়েছিলেন চামড়া কারখানার ওই কর্মী। অভিযোগ, বাড়ির সামনেই তাঁর ওপর চড়াও হন ভাগ্নি-জামাই জাকির শেখ। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন মামা-শ্বশুরকে। আশপাশের লোকজন ছুটে আসায় পালিয়ে যান জাকির। রক্তাক্ত ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ, এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের স্ত্রীর অভিযোগ, ভাগ্নি-জামাই জাকিরের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল। দিনকয়েক আগে তাকে গ্রেফতারও করে পুলিশ। হামলাকারী জাকিরের স্ত্রী, নিহত ভোলা শেখের ভাগ্নি। অভিযোগ, শ্বশুরবাড়িতে ভাগ্নির ওপর নির্যাতন চলছিল। সে কথা জানতে পেরে, মাসকয়েক আগে ভাগ্নিকে নিজের বাড়িতে নিয়ে আসেন ভোলা। আর তা নিয়েই জাকিরের সঙ্গে তাঁর বিবাদ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাকিরের। এবার তাকেও হাতেনাতে পারড়াও করল পুলিশ।
আরও পড়ুন: Narendra Modi: তেজসে সওয়ার মোদি, 'যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যুদ্ধবিমান', কটাক্ষ শান্তনুর