কলকাতা: বিড়াল বাঁচাতে গিয়ে মর্মান্তিক ঘটনা লেক অ্যাভিনিউ এলাকায় (Accident)। বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বছর ছত্রিশের এক মহিলার। মৃতের নাম অঞ্জনা দাস।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টা নাগাদ লেক অ্যাভিনিউ এলাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি শরৎ বোস রোডে। মাসদুয়েক ধরে মাকে নিয়ে এই বহুতলে ভাড়া থাকছিলেন ওই মহিলা। তাঁদের অনেকগুলি পোষা বিড়াল ছিল। একটি বিড়ালকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল নাপুলিশ সূত্রে খবর, সকালে সাততলার কার্নিসে বিড়ালটিকে দেখতে পেয়ে, ছাদে উঠে উদ্ধারের চেষ্টা করতে যান ওই মহিলা। টাল সামলাতে না পেরে, পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
পুজোর আগের মাসে সরশুনায় বহুতল থেকে পড়ে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামে এসেছিল। চারতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল তাঁকে। ঘটনাস্থলে পৌঁছেছিল সরশুনা থানার পুলিশ। (police)। বহুতল থেকে পড়ে গিয়ে আর একটি মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল কসবা এলাকায়। কসবার একটি স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু হয়েছিল।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়া হচ্ছিল ওই পড়ুয়াকে। এমনকি, স্কুলের মধ্যেই অত্যাচার করে মেরে ফেলার অভিযোগও উঠেছিল। 'কান থেকে রক্ত, হাড় ভাঙেনি, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু। ৫তলায় কী করতে ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল?' প্রশ্ন তুলেছিল পরিবার। আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়, ছাত্রের মৃত্যুতে আরও দাবি তুলেছিল পরিবার।
আরও পড়ুন, শাহ-র সভাস্থল ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সারা হল খুঁটিপুজো
কয়েকমাস আগেই যাদবপুরে হস্টেলের ৩ তলা থেকে ছাত্রের মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিল মহানগর। মারধরে মারা গিয়েছিল ওই পড়ুয়া, তারপরে ছাদ থেকে পড়ে মৃত্যুর তত্ত্ব দেওয়া হচ্ছে, দাবি করেছিল ছাত্রের পরিবার। 'করোনার সময় বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকি', হুমকি দেওয়া হয়েছিল স্কুলের তরফে, আরও অভিযোগ নিহত ছাত্রের পরিবারের। ৫ তলায় ২ ছাত্রকে নিয়ে গিয়েছিলেন ৫ শিক্ষিকা, জানাচ্ছেন পরিজনেরা। মৃতের বাবা প্রশ্ন , ' ছেলেটা যে কোথায় চলে গেল স্কুলের কেউ জানতে পারল না। কোনও সিকিউরিটি নেই? এখন বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এদিকে এর আগে আমাকে ফোনে বলা হয়েছিল যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কোনটা সত্যি?'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে...