কলকাতা: মানিকতলায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা ও ৩৪ ধারায় সংঘটিত অপরাধের মামলা রুজু হয়েছে।
তৃণমূল নেতাকে গুলি করে খুন! বদলা নিতে একের পর এক বাড়িতে আগুন। অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ঘিরে কার্যত অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এর মধ্যেই এবার খাস কলকাতায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গতকাল। জানা গিয়েছে, মানিকতলার বাগমারির বাসিন্দা, নিহত অনিল রজক পেশায় গাড়ির মেকানিক ছিলেন। মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাত অভিযুক্তরা। অবৈধভাবে ওই গ্যারাজে গাড়িও পার্কিং করত তাঁরা। তারই প্রতিবাদ করায় অনিল রজককে মারধর করা হয়।
সূত্রের খবর, ঘটনার আগের দিন ৩ অভিযুক্তের সঙ্গে বচসা হয় অনিল রজকের। তাঁদের মধ্যে ১ জনকে সে মারধর করে বলেও অভিযোগ। এর পরই তাঁর ওপর চড়াও হয় ৩ জন। প্রথমে তাঁর পেটে আঘাত করে অভিযুক্তরা। পড়ে গিয়ে দেওয়ালে মাথায় আঘাত পান তিনি। এরপর মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন অনিলের সিরোসিস অফ লিভার ছিল। পাকস্থলীতে মিলেছে প্রায় ১ লিটার মদ।
পরিবারের দাবি, মৃত্যুর আগে অনিল রজক জানিয়েছেন এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় স্থানীয় দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। বাড়ি ফিরে বমি করতে শুরু করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অনিলের। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, ওই এলাকায় সাট্টা, জুয়া-নেশার আসর, ক্রিকেট বেটিং চক্র চলে রমরমিয়ে।
গত শুক্রবারই, স্কুল পড়ুয়া মেয়েকে ধাক্কা মারার প্রতিবাদ করায় যাদবপুর থানার সামনে অটোচালকের হাতে প্রহৃত হন এক প্রতিবাদী। গত ৫ মে, ঝামাপুকুর পার্কে মাদক নেওয়ার প্রতিবাদ করায় বাড়ির কাছেই যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে মত্ত যুবকদের বিরুদ্ধে।
এবার প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এই শহরে। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছে নিহত ব্যক্তির পরিবার। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।