মুম্বই: বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরুর আগে দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। শুরুর ম্যাচগুলিতে তাঁর ব্যাট না চলায় প্রশ্ন আরও জোরাল হয়েছিল। তবে পরপর ম্যাচে নিজের ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ম্যাচে শতরান মিলিয়ে নাগাড়ে চার ম্যাচে ৫০ রানের গণ্ডি পার করেছেন শ্রেয়স।


নিজের ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে ৭০ বলে অনবদ্য ১০৫ রানের ইনিংস খেলেন শ্রেয়স। যখন তিনি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তখন তাঁর পাশে কিন্তু দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) উভয়েই দাঁড়িয়েছেন, তাঁকে সাহস জুগিয়েছেন বলে জানান শ্রেয়স। তাই বিশ্বকাপে দ্বিতীয় শতরান হাঁকানোর পর তাঁদেরকে কৃতজ্ঞতা জানালেন ভারতের তারকা ব্যাটার। তিনি বলেন, 'অধিনায়ক এবং কোচের পাশে থাকাটা জরুরি। বিশ্বকাপের শুরুটা আমি ভালভাবে করতে পারিনি। ওরা আমায় অভয় দেয়, বলে বাইরের সমালোচনায় কান না দিয়ে নিজেকে মেলে ধরতে। রোহিত সকলের জন্য উদারহরণ তৈরি করেন। ওঁ যেভাবে ইনিংসের শুরুটা করেন, যে ভাবে ভিত গড়ে দেন, তাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়। খালি ওই গতিটা আমাদের বজায় রাখতে হয়।'


 






অধিনায়ক এবং কোচের ভরসার মান রেখেছেন শ্রেয়স। নাগাড়ে দ্বিতীয় শতরান হাঁকিয়েছেন। প্রথম মিডল অর্ডার ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি পার করেছেন। শ্রেয়স জানান তিনি নেটে নতুন বলে বুমরার বিরুদ্ধে ব্যাটিং করেই নিজের প্রস্তুতি সারেন। 'চাপের মুখে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। তবে এটার একটা মজাও আছে। এতজন লোকের সামনে পারফর্ম করতে পারলে, সকলেরই বাহবা মেলার সুযোগও রয়েছে। আমাদের দলের বোলাররা ঠিক কতটা দক্ষ, সেটা প্রতিনিয়তই আমরা নেটে ব্যাটিংয়ের সময় টের পাই। নতুন বল হাতে বুমরা বলে আসলে আমি ওর বিরুদ্ধে ব্য়াটিং করি। কারণ ওর বিরুদ্ধে ব্যাটিং করাটা সবসময়ই বেশ চ্যালেঞ্জিং এবং সেটা ম্যাচে ব্যাটিংয়ের সময় সাহায্যই করে।' বলেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার।


আরও পড়ুন: কোন পরিকল্পনায় বল হাতে বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি?