সন্দীপ সরকার, কলকাতা : ভয়ঙ্কর রকম যন্ত্রণায় ছটফট করতে করতে ডাক্তারের কাছে এসেছিলেন এই ব্যক্তি। জানতেনও না তাঁর শরীরের ভিতর ঢুকে পড়েছে আস্ত একটা তেঁতুল বিছে। তাই জ্যান্ত অবস্থায়। 


যন্ত্রণায় ছটফট করছিলেন ব্যক্তি 
কলকাতা মেডিকেল কলেজের ( Kolkata Medical College )  নাক-কান-গলা  (ENT ) বিভাগের ঘটনা। কানের যন্ত্রণা নিয়ে, কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগ এর আউটডোরে শুক্রবার দুপুরে দেখাতে আসেন পেশায় সেলসম্যান মহম্মদ আফতাব। ইনি জোড়াসাঁকো এলাকার বাসিন্দা। সকালে বাইকে চড়ে কাজে যান। বাইকের উপর  রাখা ছিল হেলমেট। তার মধ্যেই ছিল তেঁতুল বিছেটি। মাথায় হেলমেট চাপাতেই বুঝতে পারেন, কানের মধ্যে কিছু একটা ঢুকে গেল। কী ঢুকেছে, বুঝতে পারেননি, কিন্তু সময় নষ্ট না করে তখনই চলে আসেব কলকাতা মেডিক্যাল কলেজের আউটডোর বিভাগে। বছর ৪৮ এর ওই ব্যক্তি যন্ত্রণায় ছটফট করছিলেন। চিকিৎসকেরা প্রথমে অটোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেন ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। সেটি ছিল একটি তেঁতুল বিছে ! কীভাবে রোগীর কান থেকে বের হল জ্যান্ত তেতুল বিছে ? সেটাই আরও আশ্চর্যের বিষয়। জ্যান্ত প্রাণিটিকে বের করতে কোনও অস্ত্রোপচার তো করলেনই না ডাক্তাররা। বরং সিরিঞ্জের সাহায্যে স্টেরাইল ওয়াটার দেয়া হয়। তাতেই বেরিয়ে আসে বিছেটি ! ডা. দীপ্তাংশু  মুখোপাধ্যায় জানালেন, কোনও কিছু দিয়ে যদি বিছেটি বের করে আনার চেষ্টা করা হত, তবে বিপদ বাড়ত। বিছেটি হয়ত কানের ভেতরে আরও কোনও ক্ষতি করতে পারত। বরং স্টেরাইল ওয়াটার দেওয়ায় বিছেটি কানের ভেতর অক্সিজেনের অভাব বোধ করে, তাতেই বেরিয়ে আসে। 



আরও পড়ুন : ‘CBI একমাত্র ভরসা,উপায় কী আছে?’, ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর নরম দিলীপের


 জ্যান্ত তেঁতুল বিছে কীভাবে বের হল 
চিকিৎসকরা এক অভিনব পদ্ধতিতে বের করে আনলেন বিছে। ছুরি, কাঁচি, চিমটে নয়। কোনও চিকিৎসা সরঞ্জাম ছাড়াও সেই জ্যান্ত তেঁতুল বিছেকে বের করলেন চিকিৎসক। যন্ত্রের সাহায্যে বিছে বের করার চেষ্টা না করে  তরল রোগীর কানে স্প্রে করেন চিকিৎসকেরা। এরপরই জ্যান্ত তেতুল বিছে বেরিয়ে আসে কান থেকে । 

কতটা ক্ষতি 
চিকিৎসকরা জানান,  কানের পর্দায় বিছে কামড়ায়নি। তবে নড়াচড়ার দরুণ কিছু ক্ষতিও হয়ে থাকতে পারে বলে মনে করছেন ডাক্তাররা। তেঁতুল বিছের নড়াচড়ার দরুন যা ক্ষতি হয়েছে, তা ওষুধের সাহায্যে সেরে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা । তবে আপাতত ফাঁড়া মুক্ত তিনি। শ্রবণশক্তির কোনও ক্ষতি হবে না , বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন :


ক্ষমতা খর্ব, পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্রর দায়িত্ব হাতছাড়া অনুব্রতর