সন্দীপ সরকার, কলকাতা : গত আড়াই বছরে সমস্যা ধরতে পারছিলেন না চিকিৎসকরা। নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, এনআরএসের (NRS) মতো হাসপাতাল ঘুরেও লাভ হয়নি। শেষে বছর দশেকের বালকের দুর্ঘটনাগ্রস্ত বা চোখ কার্যত বাঁচিয়ে দিল কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি (Kolkata Medical College Regional Institute of Opthalmology)।
চার ঘণ্টার জটিল অপারেশনে (Critical Operation) চোখের ভিতরের দিকে আটকে থাকা গাছের ডালের চারটি অংশ বের করে আনলেন চিকিৎসকরা। আড়াই বছর আগে, গাছ থেকে পড়ে যায় নদিয়ার (Nadia) কালীগঞ্জের বাসিন্দা এই বালক! বা চোখে ঢুকে যায় গাছের ডালের অংশ ! প্রথমে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। কাজ না হওয়ায় সেখান থেকে ছেলেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) নিয়ে যান বাবা। কিন্তু সেখানেও কাজ হয়নি। এরপর এনআরএস হাসপাতালে (NRS Hospital) অস্ত্রোপচার করে চোখের সামনের দিকে আটকে থাকা গাছের ডালের অংশ বের করেন চিকিৎসকরা।
কিন্তু তারপরেও থেকে গেছিল বেশকিছু সমস্যা। যেমন চোখ দিয়ে রক্ত ও পুঁজ বের হওয়া, চোখে ঠিকঠাক দেখতে না পাওয়া। চোখের সমস্যার কারণে শিকেয় উঠেছিল পড়াশোনা। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হওয়ায়, ফের এই বালককে নিয়ে এনআরএসে আসে পরিবার। কিন্তু সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)। ১৭ মে ভর্তি হওয়ার পর তার চোখের স্ক্যান করা হয়। দেখা যায়, চোখের আইবলের পিছনে ও চোখের অক্ষিকোটরের দেওয়ালে এখনও গেঁথে রয়েছে গাছের ডালের চারটি টুকরো।
ইএনটি (ENT) বিভাগের চিকিৎসকদের সঙ্গে নিয়ে তৈরি হয় মেডিক্যাল বোর্ড। এরপর বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে গাছের ডালের অংশগুলি বের করে ফেলেন চিকিৎসকরা। চিকিৎসকদের আশা শীঘ্রই ফের পড়াশোনা করতে পারবে ক্লাস ফাইভের এই ছাত্র।
আরও পড়ুন- মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর, ভেঙে চুরমার সামনের কাচ
কিছুদিন আগেই শিকার করতে গিয়ে গলায় অস্ত্র বিঁধে বিপত্তি বেঁধেছিল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে (Bankura Medical College) জটিল অস্ত্রপচারে প্রাণ বাঁচে পুরুলিয়ার বাসিন্দার। শিকার করতে গিয়ে আমচকাই গলায় অস্ত্র বিঁধে যায় এক ব্যক্তির। পুরুলিয়া জেলা হাসলাতালে নিয়ে গেলে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে রেফার করা হয়। বাঁকুড়া মেডিক্যালে ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচার (Critical Operation) ) সফল হয়।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?