Kolkata Metro: নিউ গড়িয়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাস চালাবে WBTC, ভাড়াও বেশ কম, কখন পাবেন পরিষেবা?
Kabi Shubhash to Shahid Khudiram: কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলবে বাস। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। ভাড়া ১০ টাকা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বিগত কয়েকদিন ধরে। বর্তমানে মেট্রোর অন্তিম স্টেশন ব্রিজি এলাকার জন্য শহিদ ক্ষুদিরাম। নিউ গড়িয়া মেট্রো স্টেশন আচমকা বন্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শহিদ ক্ষুদিরাম স্টেশনে এসে মেট্রো ধরতে হচ্ছে যাত্রীদের। একে ভরা বর্ষা, তায় বেহাল রাস্তা, তার মধ্যে যানবাহনের অভাব- রোজ নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। এবার তাই যাত্রীদের সুবিধার্থে বাস পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এর ফলে যে যাত্রীরা নিউ গড়িয়া থেকে মেট্রো চড়েন, তাঁরা সহজে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রো ধরতে পারবেন।
সরকারের তৎপরতায় কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চলবে বাস। সোমবার থেকে চালু হবে পরিষেবা। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। ভাড়া ১০ টাকা। গত কয়েকদিনে নিত্যযাত্রীদের অনেকেই অভিযোগ করেছেন যে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক অটোচালক বেশি ভাড়া নিচ্ছেন। কেউ বা বলেছেন ব্রেক-জার্নি করে মেট্রো ধরতে হচ্ছে এবং তার খরচ বেড়েছে। তার পাশাপাশি ঠিক সময়ে যানবাহন পাওয়া যাচ্ছে না। ফলে গন্তব্যে যেতে দেরি হয়ে যাচ্ছে। নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে তাই এই বাস পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। ভাড়াও ১০ টাকা রাখা হয়েছে, যাতে কারওরই সেভাবে অসুবিধা না হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন মেট্রো যাত্রীরা। শিয়ালদা দক্ষিণ শাখার অনেক ট্রেনযাত্রীই নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রোয় যাতায়াত করেন। সমস্যায় পড়েছেন তাঁরা।
নিউ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে ফাটল দেখা গিয়েছে। তাছাড়া বসে গিয়েছে মেট্রোর লাইন। যাত্রী সুরক্ষায় তাই বন্ধ করা হয়েছে এই মেট্রো স্টেশন। পুনর্নির্মাণ করা হবে এই মেট্রো স্টেশন। আর তাই প্রায় এক বছর বন্ধ থাকতে চলেছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই, মেট্রো স্টেশন থেকে শেড খুলে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। ঠিক কতদিন লাগবে কাজ শেষ করতে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে বছর খানেক যে সময় লাগতে চলেছে তা মোটামুটি স্পষ্ট। নিউ গড়িয়া মেট্রো স্টেশনের উপরের ছাউনি খুলে ফেলার পাশাপাশি স্টেশন ভেঙে ফেলার কাজও শুরু হয়ে গিয়েছে। করছে। ২০১০-এর অক্টোবরে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। মাত্র ১৫ বছরের মধ্যেই বেহাল দশা হয়েছে এই মেট্রো স্টেশনের।























