কলকাতা: শেষ হতে চলেছে ভোগান্তি। এবার অরেঞ্জ লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত মিলবে পরিষেবা। দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে সকাল আটটা ছাড়বে প্রথম মেট্রো। একইভাবে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। ৫ অগাস্ট থেকে দিনভর ৭৪টি ট্রেন ছুটবে এই রুটে। 


আরও বাড়ছে পরিষেবা: যাঁরা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন তাঁদের জন্য এবার সুখবর শোনাল কলকাতা মেট্রো। আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা।  কলকাতাবাসী আবেদন করেছিলেন আমার যেন পরিষেবা বাড়াই। ওই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রী আসেন। রয়েছে হাসপাতালও। এখানে মূলত রাস্তার মাধ্যমে যান পরিষেবা ছিল। আগামী ৫ অগাস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি রুটে ৭৪টি পরিষেবা দিতে চলেছি। ওই রুটে সোম থেকে শুক্রবার সকাল ৮টা থেকে পরিষেবা চালু করব। এর আগে শনিবার মেট্রো পরিষেবা ছিল না। এবার থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাবেন শনিবারও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে। 


চলতি বছর অগাস্ট থেকেই কলকাতা মেট্রোর তিন স্টেশনে টিকিট কউান্টার বিহীন স্টেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম কবি সুকান্ত। এই স্টেশন পড়ছে অরেঞ্জ লাইনে। এবিষয়ে কৌশিক মিত্র বলেন, কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায় নো কাউন্টার স্টেশনল করেছি। এখানে আমরা ASCRM মেশিন বসিয়েছি। যেখানে আপনারা টোকেন, স্মার্ট কার্ড কিনতে পারবেন। টিকিট কাটতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে। 


প্রসঙ্গত, দিনকয়েক আগে মেট্রোর তরফে ঘোষণা করা হয়, কলকাতার ৩টি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। জানানো হয়, ১ অগাস্ট থেকে তারাতলা, সখেরবাজার ও কবি সুকান্ত মেট্রো স্টেশন টিকিট কাউন্টারহীন করার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, পার্পল ও অরেঞ্জ লাইনের এই ৩টি মেট্রো স্টেশনে দৈনিক যাত্রী সংখ্যা সীমিত। তাই টিকিট কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে পাইলট প্রজেক্ট হিসেবেও চালু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। এই ৩টি স্টেশনে যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন যাত্রীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Wayanad Landslide: ধসে বাড়ছে মৃতের সংখ্যা, কেরলে গৃহহীন ৪০০ পরিবার, রাজ্যে দুদিনের শোক পালন