নয়াদিল্লি: কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ওয়েনাডে প্রবল ধসে মৃত প্রায় একশো পার। ধসে আহত হয়েছেন ১২৩। এখনও ধসের নীচে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা। গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত ৩বার ধস হয়। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে। ঘটনায় ৪০০ পরিবার গৃহহীন হয়েছেন। কাল ওয়েনাড যাচ্ছেন রাহুল-প্রিয়ঙ্কা গাঁধী । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য ঘোষণা। 


লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা: বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। একের পর এক গ্রাম জলের তলায়, কোথাও স্বজন হারানোর হাহাকার, তো কোথাও আশ্রয় হারিয়ে দিশেহারা। ঘুমের মধ্যেই শেষ হয়ে যায় শিশু-সহ বহু জীবন। আশ্রয়হীন হয় প্রায় ৪০০ পরিবারটির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু, ডগ স্কোয়াডকে।

স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টি ও ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাডের মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝার। এরমধ্যেই দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পরিস্থিতিতে বুধবারই কেরল যাচ্ছেন রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। দুর্গতদের সাহায্যের জন্য মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের কাছে আবেদন জানান ওয়েনাডের সাংসদ। এই ভূমিধসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।


 





কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে।  দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। কেরল সরকারের তরফে ২ দিনের শোক দিবসের ঘোষণা করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যের জন্য ২টি হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো চড়েন? এই রুটে আরও বাড়ছে পরিষেবা