অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোর ক্ষেত্রে পরিস্থিতি বদলায়নি। বিকেল অবধি পাওয়া খবরে, দক্ষিণেশ্বর থেকে এখনও ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো যাতায়াত করছে। যার জেরে চরম ভোগান্তির মুখে যাত্রীরা।
আরও পড়ুন, দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, কোন নম্বরে ফোন করবেন ? জানালেন মুখ্যমন্ত্রী
ময়দানে নেমে দক্ষিণ কলকাতায় যাওয়ার জন্য পরিবহণের অন্যান্য মাধ্যম খুঁজছেন। যেটা কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জ, এর মধ্যে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, কোথাও কোথাও প্ল্যাটফর্ম চত্বরে সেই জল হাঁটু ছাড়িয়েছে, কোথাও কোমর অবধি। ফলে ময়দান অবধিই তাঁরা মেট্রো চালানো নিরাপদ মনে করছেন। এবং সকাল থেকে পাম্পিং চলছে। কিন্তু মেট্রোর ক্ষেত্রে যেটা সমস্যা জল কিছুটা কমে এলেও, ট্রেন চালানো সম্ভব হয় না কোনওভাবে। তাঁর কারণ মেট্রো বিদ্যুৎ এর উপর ভরসা করে। তাই এই পরিস্থিতিতে মেট্রো চালালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়ে যায়।
পুজোর মুখে ভয়ঙ্কর বৃষ্টিতে জলে ভাসল কলকাতা। জল জমল শিয়ালদা স্টেশনে। প্রভাব পড়ল ট্রেন চলাচলে। ট্রেন না পেয়ে নাকাল হলেন যাত্রীরা। কোথাও দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকল ট্রেন!আবার প্রাণ হাতে করে যাতায়াত করতেও দেখা গেল! কেউ ভোগান্তি সহ্য করতে না পেরে মাঝপথেই নেমে গেলেন ট্রেন থেকে। ৫ ঘণ্টার বৃষ্টিতে ডুবল কলকাতা। পুজোর মুখে রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর অবস্থা। রাস্তায় সার দিয়ে বিকল গাড়ির একের পর এক ছবি। বাড়ি-গাড়ি-হাসপাতাল নিস্তার পেলনা কিছুই!জল থইথই চারদিক রেললাইনে জলের জেরে সকাল থেকে ভুগতে হল হাজার হাজার যাত্রীকে! এদিন সকালে এটাই ছিল শিয়ালদার ছবি! জলমগ্ন প্রত্যেকটি প্লাটফর্ম!ব্যাপক প্রভাব পড়ে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচলে। প্রবল বৃষ্টিতে সকালে দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শিয়ালদা ডিভিশন সিনিয়র DCM যশরাম মীনা বলেন, ভারী বৃষ্টির কারণে আমাদের রেল পরিষেবা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছে। বালিগঞ্জ, পার্ক সার্কাসে ৬ থেকে ৮ ইঞ্চি বৃষ্টির ফলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। মেন লাইনেও আমরা কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। তবে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে। একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি এদিন আপ কলকাতা-হাজারদুয়ারি এক্সপ্রেস, আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়।