India Close Airspace For Pakistan : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের (India Pakistan Cricket Match) মধ্যেই ফের অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে কটূক্তি করতে দেখা গেছে পাক ক্রিকেটারদের । এর মধ্যেই পাকিস্তানকে 'যোগ্য জবাব' দিল ভারত (India Pakistan Conflict)। অপারেশন সিঁদুরে 'ঘরে ঢুকে মারার পর' এবার পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লি নিল বড় পদক্ষেপ।
কী বড় পদক্ষেপ নিয়েছে ভারতপহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত কেবল 'অপারেশন সিঁদুর' চালু করে সন্ত্রাসীদের কোমর ভেঙে দেয়নি, বরং তাদের সমর্থক প্রতিবেশী দেশ পাকিস্তানকে কঠিন শিক্ষাও দিয়েছে। ভারত কেবল সামরিক ক্ষেত্রে উপযুক্ত জবাব দেয়নি, বরং পাকিস্তানের অর্থনীতিতেও আঘাত করেছে। এবার ফের পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নিল। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান সংস্থাগুলির বিমান। এই নিষেধাজ্ঞা এক মাসের জন্য বাড়িয়েছে সরকার।
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধসোমবার ভারতীয় বিমান কর্তৃপক্ষের জারি করা একটি নোটামে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করার নোটিশ জারি করার পরে ভারতের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়ে দুই দেশ একে অপরের আকাশসীমা বন্ধ করার প্রায় ছয় মাস হয়ে গেল।
২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছেএপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। পরবর্তীতে পাকিস্তান তার আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে, যার ফলে ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে নিষিদ্ধ করে। তারপর থেকে উভয় দেশই NOTAM জারি করে এই নিষেধাজ্ঞা বাড়িয়ে আসছে। তবে, এই নিষেধাজ্ঞা কেবল ভারত ও পাকিস্তানের বিমান সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য; অন্যান্য দেশের বিমান সংস্থাগুলি উভয় দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়েছে।
সাপ্তাহিক ৮০০টি ফ্লাইট প্রভাবিত হয়েছেপাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার ফলে ভারতে প্রায় ৮০০টি সাপ্তাহিক ফ্লাইট প্রভাবিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ভারত থেকে পশ্চিম এশিয়া, ইউরোপ, ব্রিটেন ও উত্তর আমেরিকার ফ্লাইট, যেগুলি এখন দীর্ঘ রুটের মুখোমুখি হচ্ছে। বিমান বিশ্লেষণ সংস্থা সিরিকমের মতে, পাকিস্তান এয়ারলাইন্সের মাত্র ছয়টি ফ্লাইট (লাহোর ও ইসলামাবাদ থেকে কুয়ালালামপুর) ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছে।
কিন্তু ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। এয়ার ইন্ডিয়া সাউথ এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও ব্রিটেনে ফ্লাইট পরিচালনা করে। ইন্ডিগো ভারত থেকে পশ্চিম এশিয়া, তুরস্ক ও মধ্য এশিয়ায় ফ্লাইট পরিচালনা করে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার ফলে এই বিমান সংস্থাগুলি হয় দীর্ঘ রুট নিতে বাধ্য হয়েছে অথবা কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে।