কলকাতা : বড় পরীক্ষার দিন গন্তব্যে পৌঁছতে বহু পরীক্ষার্থীই নির্ভর করেন মেট্রো রেলের উপর। কারণ দ্রুত ও কম খরচে পৌঁছতে মেট্রোরেলের বিকল্প নেই। আগামীকাল রবিবার, ১৬ জুন ইউপিএসসি পরীক্ষা। অথচ রবিবার মেট্রো চলাচল শুরু হয় অনেক দেরিতে। আর দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও হয় বেশি। এবার পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই রবিবার ছুটির দিনেও বেশি সংখ্যক পরিষেবা দেবে মেট্রো রেল। আর সেই সুবিধে পাচ্ছেন রবিবার যাঁরা মেট্রো ব্যবহার করেন, প্রত্যেকেই।
এই পরিষেবা মূলত দেওয়া হচ্ছে ব্লু লাইনেই। রবিবার মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টা থেকে। তবে এই রবিবার, ১৬ জুন এই নিয়মে পরিবর্তন আনছে মেট্রো কর্তৃপক্ষ। সকাল ৯ টা নয়, সকাল ৭টা থেকে ছুটবে মেট্রো।
৯টার পরিবর্তে সকাল ৭টা থেকেই পাওয়া যাবে মেট্রো। ঠিক উইক ডে-র মতো। ইউপিএসসি পরীক্ষার্থীরা এতে উপকৃত হবে বলে মনে করছে রেল।
রবিবার ইউপিএসসি পরীক্ষা দিতে আসেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। ছুটির দিনে তাই তাঁদের যাতায়াতে যেন কোনও অসুবিধে না হয়, তার জন্যেই এই বিশেষ ব্যবস্থা।
- ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো।
- দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে।
- দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে।
- ব্লু লাইনে ১৩৮টি মেট্রো চলাচল করবে।
এছাড়া মেট্রোরেলের তরফে কতগুলি নিয়ম জারি করা হয়েছে। মেট্রোর যাত্রীদের কাছে কর্তৃপক্ষের অনুরোধ -- মেট্রো চত্বরে সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার না করার জন্য মেট্রো ব্যবহারকারীদের অনুরোধ করা হচ্ছে।
স্টেশনগুলিতে প্লাস্টিক বর্জ্যের উৎপত্তি হ্রাস করা এবং তার পরিবেশ-বান্ধব ব্যবস্থাপনার জন্য মেট্রো রেলওয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
মেট্রোকে প্লাস্টিক মুক্ত করা যাত্রীদেরও দায়িত্ব।
সিঙ্গল-ইউজ প্লাস্টিকের কিছু পণ্য, প্লাস্টিকের কাঠি সহ ইয়ার বাড, প্লাস্টিকের লাঠি, বেলুন, প্লাস্টিকের পতাকা, ক্যান্ডি স্টিক, আইসক্রিম স্টিক, মিষ্টির বাক্স মোড়ানোর প্যাকিং ফিল্ম বা পলিস্টিরিন (থার্মোকল)-এর মোড়ক, আমন্ত্রণপত্র এবং সিগারেটের প্যাকেট, প্লাস্টিক বা পিভিসি ব্যানার, স্টারার ইত্যাদি।
কিছুদিন আগে রেমালের অভিঘাতে জলমগ্ন হয়েছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। কয়েক ঘণ্টার জন্য় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এবার মেট্রো স্টেশনে জল ঢোকার কারণ স্পষ্ট করল কলকাতা পুরসভা এবং মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, পুরসভার ইটের তৈরি নিকাশি নালায় প্রচুর পরিমাণে পলি জমাতে বৃষ্টির পর সেই জল উপচে পড়ে। মেট্রো স্টেশনের ডি ওয়ালে একাধিক ফাটল থাকায় তা ঢুকে পড়ে মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার পুরসভার তরফ থেকে জানানো হয়, পলি সরানোর কাজ শুরু করা হয়েছে।
আরও পড়ুন:
তৃণমূলের পরই উপনির্বাচনের জন্য ৪ প্রার্থীর নাম ঘোষণা বাম কংগ্রেস জোটের, তালিকায় কারা?