কলকাতা : লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই, এবার রাজ্যের ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন। আর ৪টি কেন্দ্রের জন্য়ই সবার প্রথম প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আগেই মানিকতলা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল, আর শুক্রবার বাকি তিন কেন্দ্রেও প্রার্থীদের নাম জানাল তৃণমূল। এর অব্যবহিত পরেই প্রার্থীদের নাম জানিয়ে দিল বাম কংগ্রেস জোট, চারটি কেন্দ্রের জন্যই। 


এক নজরে বাম - কংগ্রেস জোট প্রার্থীরা 



  • মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার

  • বাগদা বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী  গৌরাদিত্য বিশ্বাস । তিনি ফরওয়ার্ড ব্লক নেতা। 

  • রানাঘাট দক্ষিণ  বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী  সিপিএমের অরিন্দম বিশ্বাস।

  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।  



    ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল। কিন্তু তারপর থেকেই বাম-কংগ্রেসের রক্ষক্ষরণ অব্যাহত। সেখান থেকে ২০১৯-এর লোকসভা ভোটে বামেদের ভোট ৭ শতাংশ ও কংগ্রেসের ভোট ৫ শতাংশে নেমে আসে। এরপর ২০২১-এর বিধানসভা ভোটে আরও ভোটের হার কমে দুই দলের। বামেরা ৫ শতাংশ আর কংগ্রেস ৩ শতাংশ ভোট পায়।  আর এবার লোকসভা ভোটে সিপিএম পেয়েছএ  ৫.৫৩ শতাংশ ভোট এবং কংগ্রেস পেল ৪.৮৩ শতাংশ ভোট।  যা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে,  ৩০ বছর শাসন করা কংগ্রেস আর ৩৪ বছর ক্ষমতায় থাকা সিপিএম কি বাংলার রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে? এরই মধ্যে আবার বিধানসভা উপনির্বাচন। এখন দেখার উপনির্বাচনে কোথায় দাঁড়ায় জোটের ফল। 


    ইতিমধ্যেই  ৪টি কেন্দ্রের জন্য় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এই ৪ টি কেন্দ্রের মধ্যে ২টিতে 'সেকেন্ড চান্স' পেয়েছেন লোকসভা ভোটে পরাজিত ২ তৃণমূল প্রার্থী।  যাঁরা ২ জনেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে  লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী  হয়েছেন রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। তিনিও লোকসভা ভোটের আগেই দল বদল করে তৃণমূলের পতাকা ধরেন। আগের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। মানিকতলা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। অন্যদিকে বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। 

    আরও পড়ুন 


    কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি