অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : চলতি বছরেই জোকা-বিবাদী বাগ মেট্রো (Joka-BBD Bag Metro) চালু করার ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের। এ মাসের শেষের দিকে হতে পারে মূল ট্রায়াল রান (Trail Run)। ব্যবহার করা হবে অবসর নেওয়া নন এসি রেক। প্রস্তুতি সম্পূর্ণ।
দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই। চলছে কারশেডের কাজ। এরই মধ্যে সড়ক পথে জোকায় আনা হয়েছে, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। মেট্রো রেল সূত্রে খবর, এই রেকগুলি দিয়েই চলতি মাসের শেষের দিকে জোকা-বিবাদী মেট্রোর ট্রায়াল রান হবে। পরীক্ষামূলক ট্রেন চালনো হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে। এই রুটে থাকছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা।
মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরেই জোকা-বিবাদীবাগ মেট্রো চালু করার কথা ভাবা হচ্ছে। মেট্রে সূত্রে খবর, সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় জোকা-বিবাদীবাগ মেট্রো চলবে সিঙ্গল লাইন সিস্টেমে। অর্থাত্ একসঙ্গে এক লাইনে একটি ট্রেনই থাকবে। কারশেড পুরোপুরি তৈরি হয়ে গেলে উন্নত করা হবে সিগন্যাল সিস্টেম।
প্রসঙ্গত, সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোতে শিয়ালদা স্টেশন চালু হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ যাত্রাপথ এখন ২০ টাকার বিনিময়ে ২১ মিনিটের মধ্যে সম্পূর্ণ করে ফেলা যাচ্ছে। দ্রুতগতিতে চাল চলছে হাওড়া মেট্রো স্টেশন চালু করে সেক্টর ফাইভ থেকে হাওড়াতে মেট্রোপথে জুড়ে দিতে। রবিবার বাদে প্রতিদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলছে ১০০টি ট্রেন। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী বছর ইস্ট-ওয়েস্ট মেট্রোর মানচিত্রে জুড়ে যাবে হাওড়াও।
ইতিহাসের সাক্ষী হয়েছে শিয়ালদা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) মানচিত্রে জুড়ে গিয়েছে এই স্টেশন। যার পর থেকে ক্রমাগত বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্যা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, এক দিনেই ১০ গুণ বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা। পরিষেবা চালুর দুদিনের মধ্যে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৩৭৬। তিন দিনের মাথায় সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চড়েছিলেন ৩১ হাজার ৩৭ জন। শুধু শিয়ালদা থেকে মেট্রো ধরেন ১২ হাজার ৬৮১জন যাত্রী। সেদিন সারা দিনে টিকিট বিক্রি থেকে মেট্রোর (Kolkata Metro) আয় হয়েছিল ৭ লক্ষ ৭১হাজার ১৮২টাকা।
আরও পড়ুন- শিয়ালদা পর্যন্ত মেট্রোর চাকা গড়াতেই যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ, লাভের আশায় কর্তৃপক্ষ