ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : এ যেন সর্ষের মধ্যেই ভূত। পর্ণশ্রীর এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে ২০ লক্ষ টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। ৭ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। উদ্ধার ৩ হাজারের বেশি সিম কার্ড (Sim Cards), প্রচুর ভুয়ো আধার কার্ড (False Aadhar Cards)। চক্রে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। বড়সড় সাইবার প্রতারণা চক্রের (Cyber Fraud Gang) পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ যে কারবারের সঙ্গে যুক্ত ছিল সার্ভিস প্রোভাইডার সংস্থার ম্যানেজার স্তরের কর্মী সহ কয়েকজন।  তাদের থেকেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে বিপুল পরিমাণে সিমকার্ড জোগাড় করে অভিযুক্তরা। 


পুলিশ সূত্রে খবর, বেহালার (Behala) পর্ণশ্রী এলাকার এক বাসিন্দা গত ২০ জানুয়ারি পুলিশের কাছে অভিযোগ করেন, KYC আপডেট করার নামে তাঁর ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দারা একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেন। কীভাবে চলতে এই প্রতারণা চক্র? কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ওয়েস্ট ডিসি স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, 'ওটিপি শেয়ার করে ই-ওয়ালেট খোলা হত। একটা নম্বর ব্যবহার করে অনেক ওয়ালেট খোলা হত, সেই সিম বিক্রি করা হত ফ্রডস্টারদের।


ধৃতদের থেকে ৩ হাজারের বেশি সিমকার্ড ছাড়াও উদ্ধার হয়েছে হাজারের কাছাকাছি ভুয়ো আধার কার্ড। বেশিরভাগ আধার কার্ডের ক্ষেত্রে একই ছবি দেওয়া একাধিক নামের আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, কীভাবে ই-ওয়ালেট খুলে সরানো হত টাকা, ধৃতদের জেরা করে এ সবই জানার চেষ্টা করছে পুলিশ।


আরও পড়ুন- কলকাতায় ফের সক্রিয় হানিট্র্যাপ! মহানগরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ  


আরও পড়ুন: ফেসবুকে ভিডিও কলে হঠাতই অশালীন পোশাকে মহিলা, ফোটো মর্ফ করে ব্ল্যাকমেল ! অভিযোগের পর অভিযোগ কলকাতায়