নয়াদিল্লি: দেশের মধ্যে দু’টি পৃথক ভারত গড়ে তোলার চেষ্টা চলছে বলে সংসদে অভিযোগ করেছিলেন তিনি। দেশকে মজবুত করে তুলতে হলে আঞ্চলিক সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। এ বার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ‘বাংলা-কেরল’ মন্তব্য নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর মতে, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষাভাষীর রাজ্যকে নিয়েই দেশ সংঘবদ্ধ।


যোগীর মন্তব্যের সমালোচনায় ইতিমধ্যেই একে একে মুখ খুলেছেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা। সরাসরি যোগীর নাম না নিলেও, বৃহস্পতিবার টুইটারে রাহুল ঐক্য এবং সংহতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘ঐক্যের মধ্যেই আমাদের শক্তি নিহিত। বৈচিত্রের ঐক্য, ভাষার ঐক্য, মানুষের ঐক্য, রাজ্যের ঐক্য। কাশ্মীর থেকে কেরল, গুজরাত থেকে বাংলা, সব রং মিলেমিশেই বারত সুন্দর। ভারতের অন্তরাত্মাকে আঘাত করবেন না।’



আরও পড়ুন: Manipur Election 2022 Date: মণিপুরে ভোটের নির্ঘণ্ট সংশোধন কমিশনের, ২৭ নয়, ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট


উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে টুইটারে রাজ্যবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তা দেন মুখ্যমন্ত্রী যোগী। তাতে তিনি লেখেন, ‘‘আপনাদের ভোটই উত্তরপ্রদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করবে। নইলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, কেরল এবং বাংলার মতো হতে বেশি সময় লাগবে না।’’ কাশ্মীর নিয়ে বিজেপি-র অবস্থান বিতর্কিত। কেরল এবং বাংলা, দু’জায়গাতেই সম্প্রতি হারতে হয়েছে তাদের।




তাই যোগীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতে সময় লাগেনি। এ নিয়ে যোগীকে একহাত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি টুইটারে লেখেন, ‘উত্তরপ্রদেশ কেরল না হয়ে যায়, ভয় পাচ্ছেন যোগী আদিত্যনাথ।তেমন হলে উত্তরপ্রদেশ সর্বোত্তম শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জলকল্যাণ প্রকল্প এবং সম্প্রীতির মধ্যে উন্নত জীবনধারনের পরিবেশ তৈরি হবে। সেখানে ধর্ম এবং জাতের নামে খুনোখুনি হবে না। উত্তরপ্রদেশের মানুষও তেমনই চাইবেন।’