কলকাতা: মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ফুড সার্ভিস সেক্টরের (Food Service Sector) সাব ইনস্পেক্টর পদে নিয়োগে আইনি জটিলতা। অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার পিএসসি ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে SI পদের চাকরিপ্রার্থীরা।


কী বলছেন বিক্ষোভকারীরা: বিক্ষোভকারীরা জানিয়েছেন, আইনি জটিলতার কারণে ২০১৯-এর পর নিয়োগ বন্ধ ছিল। তবে জটিলতা কাটলেও নিয়োগ শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁরা জানাচ্ছেন, মোট ৯১৭ জনের নাম ছিল প্যানেলে। এই তালিকায় ১০০ জন চাকরি পেলেও বাকিদের এখনও কোনও ডাক আসেনি। এ বিষয়ে একাধিক জায়গাতে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁরা এও জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও সুদুত্তর না মিলছে ততক্ষণ বিক্ষোভ চলবে।


আরও পড়ুন: College Admission: দুর্নীতি রুখতে সিন্ধান্ত, কলেজে ভর্তিতে চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি


উল্লেখ্য,  এ দিন প্রবল গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিক্ষোভকারী। যদিও কোনওভাবেই পিছু হটতে নারাজ বিক্ষোভকারীরা। 


আরও পড়ুন: College Admission: কলেজে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি চালুর ভাবনা, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষামহলে


খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বক্তব্য: পিএসসি যা পাঠায় তার ভিত্তিতে নিয়োগ হয়। এটা আমার বিষয় না। পিএসসি এবং খাদ্য দফতর আলাদা। পিএসসি এ বিষয়ে তালিকা পাঠালে তবেই নিয়োগ হবে। আমি এ বিষয়ে পিএসসির সঙ্গে কথা বলব না। ওরা লিস্ট পাঠালে তবেই পরবর্তী পদক্ষেপ। 


পুলিশি পদক্ষেপ: প্রথমে পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চালানো হয়। এর পর শুরু হয় ধরপাকড়। কার্যত টেনে নিয়ে তাঁদের পুলিশি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় এবং ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। 


 পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের প্রথমে অনুরোধ করা হয়। এর পরেও বেআইনীভাবে পিএসসি ভবনের দরজা আটকে রেখে বিক্ষোভ দেখানোয় পাকড়াও করা হয় তাঁদের। আইনি পথে চলার পরামর্শ দেওয়া হয়েছে।