কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে মহানগরে (Kolkata)। ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এছাড়াও এগিয়ে রয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি কলকাতা পুরকর্পোরেশনের বিদায়ী মেয়রও (Mayor)। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী।
একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু, বেহালার সেই গর্বের দিন গেছে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ ছেড়েছেন। ছেড়েছেন বেহালাও। তাঁর ছেড়ে যাওয়া ওয়ার্ডে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন শোভনের ঘরনী রত্না। যাই হোক, প্রাক্তন মেয়রের এলাকার এই তকমাটা ছাড়াও, কলকাতার চোদ্দ নম্বর বরোর আরও বেশ কিছু আকর্ষণ রয়েছে। যেমন--- বেহালা ফ্লাইং ক্লাব, শতাব্দী প্রাচীন সোনার দুর্গা কিংবা সুসজ্জিত পর্ণশ্রী লেক। এই বরোতে সাতটি ওয়ার্ড রয়েছে। বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে সবক’টায় লিড পেয়েছিল তৃণমূল।
আরও পড়ুন, "জন্মভূমি এবং কর্মভূমি"-তে লড়াইয়ে এগিয়ে মমতার-ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়
স্বামী-বাবা-মা বিধায়ক হলেও, প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না। শোভন চট্টোপাধ্যায় বেহালা বাড়ি ছাড়ার পর থেকে ১৩১ নম্বর ওয়ার্ড দেখছেন রত্না চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে শোভনের বেহালা পূর্বে রত্নাকে প্রার্থী করে তৃণমূল। প্রথম লড়াইয়েই বাজিমাত করেন তিনি। এবার শোভনের ১৩১ নম্বর ওয়ার্ডে রত্নাকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতির পরিবারের সঙ্গে যুক্ত হলেও, সরাসরি রাজনীতির ময়দানে সম্প্রতি। বিধানসভার পর আবার প্রার্থী। কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বললেন, এই ওয়ার্ড চারবছর ধরে দেখছি। দিদির মনে হয়েছে রত্নাকে দেওয়া উচিত। চার বছর প্রচুর পরিশ্রম করেছি।
এখনও পর্যন্ত মোট ১০৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি। বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে, বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। ১০৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ।