পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: লিভ-ইন পার্টনার মডেলকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হলেন এক অভিনেতা। অভিযোগ, বিভিন্ন সময়ে লিভ-ইন পার্টনার মডেলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন অভিনেতা আতিশ ভট্টাচার্য। নেতাজিনগরের বাড়ি থেকে গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। ধৃতকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে।