নয়া দিল্লি : দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফের নতুন করে করোনা (Corona) সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কিন্তু, তা সত্ত্বেও চতুর্থ ঢেউয়ের (Fourth Wave) কোনও সম্ভাবনা দেখছেন না দেশের তাবড় বিজ্ঞানী। 


সংবাদ সংস্থা এএনআই-কে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন প্রধান বিজ্ঞানী আর গঙ্গাখেড়কর জানান, এখনও পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট দেখা যায়নি। কাজেই, এখন চতুর্থ ঢেউয়ের কোনও সম্ভাবনা নেই। তবে, একটা বিষয় আমাদের বুঝতে হবে, গোটা বিশ্বে এই মুহূর্তে BA.2 ভ্যারিয়েন্ট রয়েছে। যেটা প্রতিদিন মানুষকে সংক্রমিত করে চলেছে।


আরও পড়ুন ; টানা ৩দিন ৫০০-র বেশি সংক্রমণ, মাস্ক না পরলে ফের জরিমানার পথে এই শহর


তিনি বলেন, আমরা স্কুল-কলেজ খুলে দিয়েছি। যার জেরে ছাত্ররাও বেরিয়েছে। তারা সংক্রমিত হচ্ছে। এর পাশাপাশি মাস্কের ব্যবহার তুলে নেওয়ায় সংক্রমণ বাড়ছে। কেউ কেউ হয়তো ভাবছেন, আর সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। তাই খোলামেলা ঘুরতে পারি। তাঁরা মাস্ক ব্যবহারও বন্ধ করে দিয়েছেন। এঁরা সংক্রমিতের সংস্পর্শে এসে সংক্রমিত হচ্ছেন। 


প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।


আজকের করোনা আপডেট -


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫৯৪। এটা কি চতুর্থ ঢেউয়ের আভাস? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা।


গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে। গতকালের বুলেটিন অনুযায়ী, দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিন ৫০০-র বেশি সংক্রমণ দেখা যায় রাজধানীতে। যদি পজিটিভিটির হার কমে হয়েছে ৪.৪২ শতাংশ। সোমবার ছিল ৭.৭২ শতাংশ।