নয়া দিল্লি: দেশে ফের বাড়ছে করোনা। চিন্তা বাড়িয়ে গত দু'বছরের মতো দিল্লি এবং মহারাষ্ট্রতে বাড়ছে করোনাভাইরাস। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬৩২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে মঙ্গলবার ১৩৭ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে কেন্দ্র মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং মিজোরাম সহ পাঁচটি রাজ্যকে চিঠি লিখে রাজ্যে কোভিড-১৯ যথাযথ আচরণ বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে।
কেন্দ্র এই রাজ্যগুলিকে সংক্রমণের বিস্তারের উপর নজরদারি চালিয়ে যাওয়ার এবং কোভিড-১৯ এর কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। একটি চিঠিতে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দিল্লি এবং চারটি রাজ্যকে করোনা নিয়ে পাঁচগুণ কৌশল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।
চিঠিতে এও বলা হয়েছে, "এটি অপরিহার্য যে রাজ্যগুলিকে অবশ্যই কঠোর নজরদারি বজায় রাখতে হবে এবং প্রয়োজনে সংক্রমণের যে কোনও উদীয়মান বিস্তারকে নিয়ন্ত্রণ করতে উদ্বেগের যে কোনও ক্ষেত্রে আগে থেকেই পদক্ষেপ নিতে হবে। ভাইরাস, এর বিস্তার এবং ট্র্যাক করার জন্য পরীক্ষা এবং নজরদারি এখনও গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের
সপ্তাহ তিনেক আগে, সংক্রমণ একেবারে কমে আসে রাজধানীতে। সেই সময় দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। যদিও জনবহুল এলাকায় মাস্ক পরার জন্য তখনও উপদেশ দেওয়া হয়েছিল। এদিকে সূত্রের খবর, রাজধানীতে স্কুল খোলা থাকবে। তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর স্ট্যান্ডার্ট অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।
গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে। গতকালের বুলেটিন অনুযায়ী, দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিন ৫০০-র বেশি সংক্রমণ দেখা গেছে রাজধানীতে। যদিও পজিটিভিটির হার কমে হয়েছে ৪.৪২ শতাংশ। সোমবার ছিল ৭.৭২ শতাংশ।