জয়ন্ত পাল, কলকাতা: ফের কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সোনা উদ্ধার (Gold Rescue))। দুই ভারতীয় যাত্রীকে আটক করল শুল্ক দফতর। জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ ফ্লাই দুবাইয়ের বিমানে করে কলকাতা এসেছিলেন ওই দুই যাত্রী। বিমানবন্দর থেকে বেরোনোর সময় চলাফেরা থেকে সন্দেহ করে শুল্ক দফতর। এরপরই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।


কলকাতা বিমানবন্দরে একাধিক বার সোনা পাচারের ঘটনা ঘটেছে। তবে শুধু সোনাপাচারই নয়, নানা ভাবে লুকিয়ে কখনও বেল্টের মাঝে, কখন পেনের রিফিলের মাঝে মাদক থেকে শুরু করে দামী রত্ন পাচারের ঘটনাও ঘটেছে। এবার ফের কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে জানতে পারে, সোনা পাচারের সঙ্গে যুক্ত এই দুই ব্যক্তি তাঁদের কাছ থেকে ১২০০ গ্রাম সোনা উদ্ধার হয়। দুই যাত্রীকে আটক করা হয়েছে। সম্প্রতি সোনা পাচারের অভিযোগে এবার গ্রেফতার হন তৃণমূল নেতার (TMC leader) ছেলে ! বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলের সঙ্গে শ্যালক-ও গ্রেফতার। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ছেলে এবং শ্যালককে গ্রেফতার করল ডিআরআই (DRI)। ৪ কেজি সোনা বাজেয়াপ্তের মামলায় তৃণমূল নেতার শ্যালককে জেরা করা হয়, বলে খবর।রাজধানী এক্সপ্রেসে (Rajdhani EXP) সোনা পাচারের অভিযোগে, তৃণমূল নেতার শ্যালককে জেরা করে শঙ্কর আঢ্যের ছেলে গ্রেফতার করেছে ডিআরআই। গ্রেফতারের পর দফায় দফায় জেরা। সোনা পাচারের অভিযোগে তৃণমূল নেতার ছেলে-শ্যালককে গ্রেফতার করে ডিআরআই। ‘তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের ছেলে-শ্যালক শুভ, অমিত-ই সোনা পাচারের কিংপিন’ আদালতে তৃণমূল নেতার ছেলে-শ্যালককে পেশ করে দাবি ডিআরআইয়ের। ডিআরআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতার শ্যালক অমিত ঘোষ। 


আরও পড়ুন, নিয়োগ দুর্নীতির আঁচ বিধানসভায়, 'চাকরি' নিয়ে শুভেন্দুকে কী প্রশ্ন শান্তনুর ?


রাজ্যে বাইশের প্রেক্ষাপটে একাধিক সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে রাজ্যে। চলতি বছরেই গত জুলাই মাসে একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার হয় সোনা। উদ্ধার হওয়া সোনার (Gold) মূল্য কোটি টাকারও বেশি। একই দিনে কলকাতায় দুই জায়গায় সোনা পাওয়ায়, কলকাতায় ফের সোনা পাচারচক্র মাথাচাড়া দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করে। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) ও বড়বাজার এলাকা থেকে ওই সোনা ধরা পড়ে। দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতার হয় ৩ অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে ২ ব্যক্তির থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা।  জানা যায় বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৮ লক্ষ টাকা।