সত্যজিৎ বৈদ্য, কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে (BC Roy Hospital) আরও এক শিশুর মৃত্যু হল। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত রবিবার থেকে হাসপাতালের (ICU) আইসিইউ-তে ভর্তি ছিল বিরাটির বাসিন্দা ৮ মাসের শিশু। গতকাল রাত ৯টা নাগাদ তার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে (Death Certificate) 'নিউমোনিয়া' (Pneumonia) বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে ২ মাসে রাজ্যে ৫৯ জন শিশুর মৃত্যু (Death) হয়েছে।  


প্রতিদিন সন্তান হারা হচ্ছে মায়ের কোল, হাসপাতালে হাসপাতালে শুধুই হাহাকার। বেড থেকে পেডিয়াট্রিক আইসিইউ, টেস্ট কিট- সবকিছুর তীব্র সঙ্কট। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা এই দম্পতির ১ বছর ৩ মাস বয়সী শিশু বেশ কিছুদিন ভর্তি ছিল বিসি রায় হাসপাতালে। 


সুস্থ হয়ে বাড়ি ফেরার পর নিউমোনিয়া হয়েছে। বিসি রায় শিশু হাসপাতালে বেড মেলেনি। পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথেও ভর্তি করতে পারেননি সন্তানকে। হাজরার চিত্তরঞ্জন শিশুসদন ভর্তি নিতে চাইলেও, তারা যা বলেছেন, তাতে ভর্তি করার সাহস পাননি তাঁরা।                                            


উত্তর ২৪ পরগনারই বড়গাছিয়ার বাসিন্দা এই পরিবারের অবস্থা আরও করুণ। ১০ মাসের শিশুকে বারাসাতের একটি হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয়। সোমবার ভর্তি করা হয় বিসি রায় শিশু হাসপাতালে। বুধবার থেকে অত্যন্ত সঙ্কটজনক। চলছে নেবুলাইজার, স্যালাইন, অক্সিজেন।                                                         


আরও পড়ুন, অধীরের মেয়ে, গাড়িচালকের মৃত্য়ু নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, পাল্টা দীপক ঘোষের মমতাকে নিয়ে বই ছড়িয়ে দেওয়ার স্ট্র্যাটেজি কংগ্রেসের


পরিস্থিতি সামাল দিতে সমস্ত শিশু বিভাগে PADEATRIC HIGH FLOW NASAL OXYGEN SUPPLY ব্যবস্থা চালু করছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে বিসি রায় শিশু হাসপাতালে এরকম ১০ টি মেশিন চালু হয়েছে। এতে ভেন্টিলেটর নির্ভরশীলতা কমবে। কোভিডের সময় বড়দের জন্য এই পদ্ধতি কার্যকরী হয়েছিল বলে, দাবি স্বাস্থ্য দফতরের। পাশাপাশি, শিশুদের চিকিৎসায় জেলা থেকে রেফার কমাতে, টেলি মেডিসিন ব্যবস্থায় আরও বেশি করে শিশু চিকিৎসককে যুক্ত করতে মেডিক্য়াল কলেজগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।