কলকাতাঃ আদালতের (Court) নির্দেশে আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)  জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট করাতে হবে। এরআগে বুধবার এবং শুক্রবার পার্থ-অর্পিতাকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছিল। ফের ৪৮ ঘন্টা পর এদিন ফের মেডিক্যাল টেস্টের (Medical Test) জন্য  পার্থ-অর্পিতাকে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হবে।


প্রসঙ্গত, নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত। অর্থাৎ, আরও ১০ দিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ইডি হেফাজত থাকতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এদিন একসঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে কড়া নিরাপত্তায় এদিন তাঁদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, গত শুক্রবার এই মেডিক্যাল টেস্টের জন্যই পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়ার পর তুলকালাম হয় হাসপাতাল চত্বরে। কান্নায় ভেঙে পড়েন এবং বসে পড়েন রাস্তায় অর্পিতা। তাঁকে তারপর তুলে নিয়ে হাসপাতালে ভিতরে নিয়ে যাওয়া হয়। আর গত শুক্রবারেই পটভূমি বদল পার্থ-র বিস্ফোরক মন্তব্যে।


 আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ 


গত শুক্রবার হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় গাড়িতে ওঠা ওবধি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কতগুলি মোক্ষম কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। ওই সামান্য সময়ের মধ্যেই শেষ অবধি তিনি মুখ খোলেন। এতবড় দুর্নীতি মামলায় তীব্র চাপের মুখে পড়েও সীমিত বাক্য খরচ করছেন। এবং এখনও অবধি যা তিনি বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি গতকাল প্রথমে মুখ খুলে বলেছিলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তারপরেই তাঁকে বলতে শোনা যায়, 'সময় ঠিক নয়।'  মন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্তের অসন্তুষ্ট না হলেও, দলের সমস্ত পদ থেকে সরানোর সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ কি তিনি ? এনিয়ে জল্পনা তুঙ্গে। তাঁকে যখন প্রশ্ন করা হয়,'দলের সিদ্ধান্ত ঠিক ?' এরপরেই তিনি উত্তরে বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।'