কলকাতা: এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে কলকাতাগামী বিমানে একই সিটের বোর্ডিং পাস ২ জনকে দেওয়ার অভিযোগ। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বসার জায়গা না পাওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে আক্রমণ শান্তনু সেনের।
খাতায় কলমে এখনও সাসপেন্ডেড শান্তনু সেন। কিন্তু শনিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে সেই শান্তনু সেনের উপস্থিতি ঘিরেই এখন জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরেই ফের তাঁর অনুগামী বলে পরিচিত শান্তনু সেন মূলস্রোতে ফিরতে চলেছেন? প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে অপসারণ। ১০ জানুয়ারি দলবিরোধী কাজ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, সাসপেন্ড করা হয় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। খাতায় কলমে এখনও তিনি সাসপেন্ডেড। কিন্তু শনিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে সেই শান্তনু সেনের উপস্থিতি ঘিরেই এখন জোর জল্পনা।
তৃণমূল সূত্রে খবর, শান্তনু সেনের সাসপেনশন ওঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।' তাহলে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরেই ফের তাঁর অনুগামী বলে পরিচিত শান্তনু সেন মূলস্রোতে ফিরতে চলেছেন? একটা সময় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে পুলিশমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন যে হুমায়ুন কবীর, যাঁকে দল সদ্য় শোকজ করেছে, তিনিও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শনিবারের মেগা-বৈঠকের পর নতুন উৎসাহে নেমে পড়েছেন।
ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, সব থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আবার পরশু দিন মূল ফর্মে আসার পর.. সব থেকে আনন্দ হুমায়ুন কবীর বলতে পারেন। আমি অনেক আগেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বয়স ৩৮ হতে পারে কিন্তু সে একটা পোড় খাওয়া রাজনীতিবিদদের মতো যোগ্যতা অর্জন করেছে এবং ট্য়ালেন্ট তার যথেষ্ট। 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় প্রসঙ্গে সৌগত রায়ের গলাতেও এখন সুর নরম।তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, কোনও দূরত্ব ছিল না। ঠিকই ছিল। অভিষেক আমরা ২৭ ফেব্রুয়ারি মিটিং করেছিলাম। অভিষেক আবার এই মিটিংটা নিল। আমি কী আগে বলেছিলাম, বলতে চাই না। তবে অভিষেক বলেছে যে ভোটার লিস্টের ব্য়াপারে I PAC আমাদের সাহায্য় করবে। ভাল কথা। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকের পর কি তৃণমূলে ফের নতুন সমীকরণের শুরু?রাজনীতিতে চিরস্থায়ী বলে যে কিছু হয়না, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল।
আরও পড়ুন, রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতার ছবি ! কলকাতাজুড়ে এবার নয়া হোর্ডিং, 'আমরা সবাই ভাই ভাই..'