কলকাতা: শুভেন্দুরকে (Suvendu Adhikari) হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। উল্লেখ্য, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন কারণে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এবার উদয়নের পর বিস্ফোরক কারামন্ত্রী।
‘বাড়াবাড়ি করছে শুভেন্দু'
‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারী বাড়াবাড়ি করছে , শুভেন্দুর পাঁজর ভেঙে দেব, হাত ভেঙে দেব', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অশান্তি চান না। যেদিন মমতা বাঁ দিকে মাথা নাড়বেন, শুভেন্দুর পাঁজর ভেঙে দেব’,নন্দীগ্রামে (Nandigram) অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেতার (TMC Leader)। প্রসঙ্গত, অখিল গিরির কিছুদিন আগে চর্চায় আসেন উদয়ন গুহ। তিনি বলেছিলেন যে, বিরোধীদের দাঁত উপড়ে নেওয়া উচিৎ। আর আজ ফের আলোচনা হচ্ছে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে। এবার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে ফেলার কথা বললেন। আর তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি। তাই তাঁর দাড়ি গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। এমনটাই জানান উদয়ন গুহ। দিনহাটার সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন তিনি। উদয়ন গুহ আরও বলেন, 'কেউ অশান্তি করতে এলেই ফোন করে জানাবেন। পঞ্চায়েত ভোটের আগে সেই ব্যক্তি যাতে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থাই করব।' হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।
পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
আরও পড়ুন, 'আন্দোলনকারীকে কনস্টেবলের কামড়, কলঙ্কিত করেছে পুলিশকে', মন্তব্য সৌগত রায়ের
আগামী বছর ফেব্রুয়ারি (February) বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট তবে এখন থেকেই চড়তে শুরু করেছে হুমকি-হুঁশিয়ারির পারদ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। সেই ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে বলে, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যা শুনে বিরোধীরা প্রশ্ন তুলছে, ২০২৩’এও তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে না তো? এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত প্রসঙ্গে, সরাসরি হুমকির সুর শোনা গেল, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়। কিছুদিন আগেই উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।