অরিন্দম সেন,আলিপুরদুয়ার: শীতের প্রথম মরসুমে লোকালয়ে আটক হল দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা কালো ভাল্লুক (Black Bear) ৷ সুস্থ অবস্থায় তাদেরকে মুক্ত করা হয়েছে বক্সার গভীর জঙ্গলে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকা থেকে দুটো ভাল্লুককে জাল বন্দি করল বনদপ্তরের কর্মীরা (Forest Department) ৷


জানা গিয়েছে, বক্সার জঙ্গল থেকে গতকাল রাত থেকেই ভাল্লুক দুটো এই গ্রামে আসে ৷ স্থানীয় মানুষের নজরে পড়ে। বনদপ্তরকে খবর পাঠালে, আজ সকাল থেকে ভাল্লুক ধরার তোরজোর শুরু করে বনদপ্তর ৷ পরে দুপুর নাগাদ স্ত্রী প্রাপ্ত বয়ষ্ক ভাল্লুকটিকে ঘুমপাড়ানি গুলিতে এবং পুরুষ সাব-এডাল্ট ভাল্লুকটিকে জাল বন্দি করা হয়, বলে জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন। তিনি জানান, উদ্ধার হওয়া ভাল্লুক দুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গভীর জঙ্গলে। 


গতবছরও লোকালয় থেকে উদ্ধার হয়েছিল হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির ভালুক।  লোকালয় থেকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আনুমানিক ২ বছর বয়সের ওই হিমালয়ান ব্ল্যাক বিয়ার প্রজাতির স্ত্রী ভালুকটিকে। বন দফতর সূত্রে খবর, বিকেল ৫ টা নাগাদ এই ভালুকটিকে দেখা যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক নদীর চরে। খবর পেয়ে বনদপ্তরের কুমারগ্রাম রেঞ্জের কর্মীরা সেখানে পৌঁছন। তাঁরা ঘুম পাড়ানি গুলিতে কাবু করার পর ভালুকটিকে উদ্ধার করতে সক্ষম হন বলে বন দফতর সূত্রে খবর। তারপর, প্রাণী চিকিৎসককে দিয়ে ভালুকটির সুস্থতা পরীক্ষার পর  সকালে  সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন দফতরের পূর্ব উপক্ষেত্র অধিকর্তা পি  হরিশ এ কথা জানান।


আরও পড়ুন, কেন্দ্রের জল প্রকল্পে 'স্বজনপোষণে'-র অভিযোগ, 'শাসক দল'-কে নিশানা শুভেন্দুর


পাশাপাশি একুশের শেষে, ডিসেম্বরেও একইভাবে জঙ্গল থেকে বেরিয়ে আসা আলিপুরদুয়ারের চা বাগানে ভালুকের দেখা মেলে। ঘুম পাড়ানি গুলিতে কাবু করার  পর সেটিকেও ছেড়ে দেওয়া হয়েছিল বক্সার গভীর জঙ্গলে। একের পর এক লোকালয়ে ভাল্লুকের উপস্থিতিতে চিন্তিত বন দফতর। তবে ভালুকের পচাগলা দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল আলিপুরদুয়ারে। পেটের কাছের বেশ কিছুটা অংশ খুবলে তুলে নেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই দেহটি উদ্ধার হয়। বন্য কোনও জন্তুর হামলাতেই ভালুকটির মৃত্যু হয়েছে বলে অনুমান ছিল বন দফতরের আধিকারিকদের। আলিপুরদুয়ারের অন্তর্গত দলগাঁও রেঞ্জ জঙ্গল থেকে ভালুকের  দেহটি উদ্ধার হয়। বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনস্থ ১৯৭৯ প্ল্যান্টেশন এলাকায় টহল দেওয়ার সময় সেটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় বন দফতরে। ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর বন দফতর জানায়, সেটি হিমালয়ান ব্ল্যাক প্রজাতির স্ত্রী ভালুকের দেহ ।