কলকাতা: মাধ্যমিক (Madhyamik ) পাস না করেই প্রাথমিকের শিক্ষক (Teacher) ! ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চাঞ্চল্যকর অভিযোগ মামলাকারীর। শুক্রবার দুপুর একটার মধ্যে ওই তৃণমূল নেতাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)। বেনিয়মের অভিযোগ মানতে নারাজ ভাইস চেয়ারম্যান।


মাধ্যমিক পাস না করেই প্রাথমিকের শিক্ষক ! 


 নবম-দশমের শিক্ষক নিয়োগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নম্বরে কারচুপির অভিযোগ। অভিযোগ উঠেছে, বয়স ভাঁড়িয়ে চাকরি করার। মঙ্গলবার এনিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এদিনই প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায়। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে আদালতে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ।


মামলাকারী চাকরিপ্রার্থীর কী অভিযোগ ?


মামলাকারী চাকরিপ্রার্থী কোয়েনা দে'র অভিযোগ, দেবজ্যোতি পাসপোর্ট সংক্রান্ত নথিতে নিজেকে নন-ম্যাট্রিক বলে ঘোষণা করেছেন। দশম শ্রেণি পাস না করেই প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভাইস চেয়ারম্যানকে নিজের এজলাসে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ভাইস চেয়ারম্যানের সশরীরে আদালতে হাজিরা নিশ্চিত করতে হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় জগদ্দল থানা সেই কাজ করবে। যদিও তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান নথি দেখিয়ে দাবি করেছেন পাসপোর্টের আবেদনপত্রে কোথাও নন-ম্যাট্রিক হিসেবে তাঁর উল্লেখ নেই। 


আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের


কী বলছেন ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান  ?


ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, আমি দুবার পাসপোর্ট ফর্মফিলাপ করেছি। পাসপোর্টে আমার যে কোয়ালিফিকেশন তা দেখিয়েছি আপনাদের। সব জায়গায় Tenth and Above লেখা। কোনও ফর্মেই আমার এইট-নাইন পাস লেখা নেই। যদিও বিচারপতির তলবে হাজির হওনা নিয়ে তিনি জানিয়েছেন, কেন হব না? একবার কেন একশোবার ডাকলে যাব। বিচারপতি ডাকছেন ক্ল্যারিফিকেশনের জন্য, অবশ্যই যাব। আদালতে মামলাকারীর আরও অভিযোগ, ভাইস চেয়ারম্যানের ১৭ হাজার টাকা সাম্মানিক ভাতা নেওয়ার পাশাপাশি শিক্ষকের বেতনও নিচ্ছেন তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ। তারও জবাব দিয়েছেন বেলঘরিয়ার নীলিমা প্রাথমিক স্কুলের শিক্ষক।