Kolkata News: শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।
এর আগে গত ১৩ অগাস্ট এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছিল, গাড়ির ধাক্কায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অ্যাপ বাইক চালকের
বিধাননগরের কাছে, সল্টলেক সেক্টর টু-র নিউ ব্রিজ সিগন্যালের কাছে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় তরুণ অ্যাপ বাইক চালকের। গাড়ি দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু ঘিরে ঘটনার দিন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর টু। জীবন্ত থাকাকালীন অগ্নিদগ্ধ হয়ে, ঝলসে, ছটফট করতে করতে মৃত্যু হয় ওই তরুণের। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। আচমকা একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। প্রাণ বাঁচাতে রাস্তার পাশের রেলিং টপকে পালাতে যান তিনি। তবে সেখানে ধারাল একটি অংশ উঁচু হয়ে ছিল। সেখানেই পা গেঁথে আটকে যায় তাঁর। গাড়ি এবং রেলিংয়ের মাঝে আটকে পড়েন সৌমেন নামের ওই তরুণ অ্যাপ বাইক চালক। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। রেলিংয়ে আটকে থাকাকালীনই জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই তরুণের।
রাজাবাজারে রাতের খাবার কিনে বাড়ি ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী
রবিবার ২৪ অগস্ট রাত ৯টা নাগাদ আক্রান্ত হন বছর ৩৫- এর আইনজীবী মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরিবারের দাবি, রাতের খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন তিনি। সেই সময় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আক্রান্ত আইনজীবী। কে বা কেন তাঁর উপর হামলা চালাল সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।