কলকাতাঃ এসএসসি দুর্নীতি মামালার (SSC Scam) তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পর এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি বলেছেন,  গ্রেফতার করার খবর স্পিকারকে জানানোটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে।তবে সেই নিয়ম মেনেই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই তদন্তে এগিয়ে চলেছেন, উঠেছে প্রশ্ন।


এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'গ্রেফতার করলে নিশ্চয়ই আমাকে জানাবে'। এরপরেই তিনি বলেন, ' এটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। অন্যান্য ক্ষেত্রেও যখন বিধানসভার কোনও সদস্য গ্রেফতার হয়, তখন বিধানসভার অধ্যক্ষকে এবং লোকসভার অধ্যক্ষকে জানানো হয়।' যদিও এই ঘটনায় আদৌ এই পদ্ধতি মেনে চলা হয়েছে কিনা, এবিষয়ে কিছু এখনও বলেননি তিনি।  এদিকে এহেন পরিস্থিতিতে বিধানসভার কাজে সমস্যা যে তৈরি হয়, তা মেনে নিয়েই বিধানসভার স্পিকার বলেছেন, এটার জন্য আমরা তো প্রস্তুত ছিলাম না। এটা তদন্ত চলছে, তদন্তে কী বেরোবে না বেরোবে, যারা তদন্ত করছেন , তাঁরাই বলতে পারবেন। তবে একথাটা ঠিক, সমস্যা হবেই, পরে মন্ত্রীসভায় এনিয়ে কথা হবে।'


আরও পড়ুন, পার্থ গভীর জলের মাছ, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে সম্পত্তি: দিলীপ ঘোষ


প্রসঙ্গত, এসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র ( তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ?  প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এদিকে পার্থ গ্রেফতারের পরেই সরব বাম-বিজেপি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন দিলীপ ঘোষ, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সুজন চক্রবর্তী।