কলকাতাঃ রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) গতকালই প্রথম রাজ্যের মন্ত্রীর বাড়িতে সরাসরি অভিযান চালিয়েছে ইডি (ED)। প্রকাশ্যে এসেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের ঘর থেকে ২১ কোটির হদিশ।টানা ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি। আর এবার এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ'।
এদিন ফেসবুকে দিলীপ ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শুধু ঘনিষ্ঠ মহিলার বাড়িতে কোটি কোটি টাকা গচ্ছিত রাখাই নয়, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে একাধিক ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তি। পাশাপাশি পিংলায় মৃত স্ত্রীর নামে ৪৫ কোটি টাকা জমির উপরে স্কুল (BCM International School)। তার চেয়ারম্যান কল্যাণময় ভট্টাচার্য। মাঝে মাঝেই সেই স্কুলে ঢুঁ মারতেন তিনি।আমাদের বিশ্বাস তদন্ত প্রক্রিয়া যত এগোবে, আরও সম্পত্তির হদিশ সামনে আসবে।' প্রসঙ্গত, এসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র ( তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ? প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি।
আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের
অপরদিকে, এদিন দিলীপ ঘোষ বলেন, একুশে জুলাই মুখ্যমন্ত্রী নৈতিক কথা বলতে গিয়ে বলেছেন, আমাদের ধনবান নয়, হৃদয়বান হতে হবে। পার্টির থেকে দেশ বড়। আমার এমপিরা রিক্সা করে যাবে। কিন্তু রাজ্যজুড়ে স্করপিও কালচার চলছে। ৪ কোটি টাকার গাড়ি চলেন কাউন্সিলর।' এতদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর ঘটনা প্রকাশ্যে আসার পরে একেও 'রাজনৈতিক প্রতিহিংসা'-র তকমা দেওয়া হচ্ছে বলে ঠোকেন দিলীপ ঘোষ।