সৌভিক মজুমদার, কলকাতা: 'গোলি মারো রুল কো', আদালত নির্দেশ দেওয়ার পর তিন মাসেও স্কুল শিক্ষিকার বদলি না হওয়ায়, এই ভাষাতেই স্কুল সার্ভিস কমিশনকে ভর্ত্‍‍সনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Judge Abhijit Ganguly)। 
 


আরও পড়ুন,২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু


বর্ধমানের চাণ্ডুলের বাসিন্দা স্নিগ্ধা দত্ত, গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, বদলির আর্জি জানান ওই শিক্ষিকা


বর্ধমানের চাণ্ডুলের বাসিন্দা স্নিগ্ধা দত্ত। হাওড়ার উলুবেড়িয়ার জয়পুর সুরঙ্গময়ী বালিকা বিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষিকা তিনি।তাঁর দাবি, স্কুলে যেতে প্রতিদিন ২৮৪ কিলোমিটার যাতায়াত করতে হয় তাঁকে। ২০১৮ সাল থেকে এভাবেই প্রতিদিন স্কুলে যাতায়াত করেন। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, বদলির আর্জি জানান ওই শিক্ষিকা। কিন্তু তাঁর সেই আবেদন গ্রাহ্য না হওয়ায়, হাইকোর্টের দ্বারস্থ হন। হাওড়া জেলা হাসপাতালের সুপারকে মেডিকেল বোর্ড গঠন করে শিক্ষিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


কিন্তু, ৩ মাস কাটতে চললেও, বদলি না হওয়ায়, মঙ্গলবার ক্ষুব্ধ বিচারপতির ভর্ত্‍‍সনা মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন


হাসপাতাল সুপার রিপোর্ট দিয়ে জানান, প্রতিদিন এতটা পথ যাতায়াত, স্কুল শিক্ষিকার জীবনহানির কারণ হতে পারে। এরপর গত ২৭ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দ্রুত ওই শিক্ষিকাকে বাড়ির কাছে স্কুলে বদলি করতে হবে। কিন্তু, ৩ মাস কাটতে চললেও, বদলি না হওয়ায়, মঙ্গলবার ক্ষুব্ধ বিচারপতির ভর্ত্‍‍সনা মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-’র তরফ থেকে আদালতকে জানানো হয়, চাকরি শুরুর ৫ বছরের মধ্যে বদলির আবেদন করা যায় না। 


  শিক্ষিকাকে বদলির জন্য সুপারিশপত্র দিতে হবে' , নির্দেশ দিয়েছেন বিচারপতি, না হলে শোকজ করা হবে এসএসসি-’র চেয়ারম্যানকে


এরপরই ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তোলেন, 'কাদের জন্য নিয়ম? হাসপাতালের মেডিক্যাল বোর্ড বলছে, শিক্ষিকা অসুস্থ। তারপরও নিয়মের কথা বলছেন? বুধবার দুপুর ৩টের মধ্যে শিক্ষিকাকে বদলির জন্য সুপারিশপত্র দিতে হবে' বলে, এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি। না হলে শোকজ করা হবে এসএসসি-’র চেয়ারম্যানকে। কেন আদালত অবমাননার মামলা হবে না, সশরীরে আদালতে এসে জানাতে হবে চেয়ারম্যানকে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে।