কলকাতা:  মামলার শুনানিতে উপস্থিতি নিয়ে সিবিআইকে সতর্ক করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ‘মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) মামলার পরবর্তী শুনানিতে যেন উপস্থিত থাকেন সিবিআইয়ের আইনজীবী (CBI Lawyear)। সুপ্রিম কোর্টে শুনানির সময় যেন উপস্থিত থাকে সিবিআই’ আধিকারিকদের সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর শুনানিতে ছিলেন না সিবিআইয়ের আইনজীবী। তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন তাই আগাম সতর্ক করলেন বিচারপতি।  সিবিআই জানিয়েছে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে।  পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর। 


প্রসঙ্গত, ২০১৪-র টেট-র (TET) পর ৩২৫ জন অযোগ্য প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ। অযোগ্য প্রার্থীদের নিয়োগে মানিকের ভূমিকা কী ? খতিয়ে দেখতে আরও জেরা প্রয়োজন। যাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে’, নভেম্বরের শুরুতে আদালতে সওয়াল করেন ইডির (ED) আইনজীবী (Lawyear)। ইডির নজরে মানিকের ছোটভাই, জামাই, জামাইয়ের বাবাও । ‘এই ৩ জন মানিকের অ্যাকাউন্ট যাবতীয় আর্থিক লেনদেন দেখতেন। ' ওই তিনজনের অ্যাকাউন্টেও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, দাবি ইডির। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নগদে নেন মানিক ভট্টাচার্য’, আদালতে তালিকা দিয়ে দাবি ইডির আইনজীবীর। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ফের আদালতে পেশ। ইডি সূত্রে খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানকেই হাতিয়ার করতে চলেছে তারা। ডিএলএড কলেজে ভর্তির জন্য নগদ টাকা নিতেন মানিক, তাপসের এই বয়ানকে সামনে রেখেই আদালতে সওয়াল করেইডি। সেই সঙ্গে তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। খবর সূত্রের। 


আরও পড়ুন, ঢেঁড়া পিটিয়ে প্রচার, নিশীথ প্রামাণিকের পদত্যাগ চেয়ে পথে নামল তৃণমূল


 অপরদিকে,  মানিক-মামলায় এখন ED’র প্রধান হাতিয়ার তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আর সেই তাপস মণ্ডলই ( Tapas Mondal ) এবিপি আনন্দকে ( ABP Ananda )  দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি সভাপতি সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন!  মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya )  হেফাজতে চাওয়ার সময় ED’র আইনজীবী আদালতে বলেছিলেন,  মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০১৮ সালে, বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ এই টাকা নেওয়া হয়। কিন্তু, টাকা নেওয়ার পর কোনও কাজ হয়নি। এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই আরও খোলসা করে, বিস্ফোরক তথ্য সামনে আনেন মানিক ভট্টাচার্যর একদা ঘনিষ্ঠ তাপস মণ্ডল।