প্রকাশ সিন্হা, কলকাতা :  ১১ বছরে দুটি সংস্থার মাধ্যমে ১৩৭ কোটি টাকার অবৈধ কারবার। মাছ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে আমদানি-রফতানির ভুয়ো নথি তৈরি করে আর্থিক লেনদেন। নিজের সংস্থা 'মেসার্স শেখ সাবিনা ফিশারি'র মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা। বিদেশে কালো টাকা পাচার। সাধারণ মানুষের জমি দখল করে অবৈধ ভেড়ি নির্মাণ। নারী নির্যাতন থেকে শুরু করে মানব পাচার, মাদক পাচার, ভুরি ভুরি অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ED অফিসাররা। অভিযোগের প্রেক্ষিতে ২টি অ্যাকাউন্ট ফ্রিজও করেছে ED। এই সব অভিযোগকেই মিথ্যে বলে দাবি করেছেন শেখ শাহজাহান। 


আরে,সব দালাল, সব মিথ্যে'


বুধবার বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র। আর শুক্রবার একেবারে নাম করে,নাম করে বিজেপিকে নিশানা করলেন সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। দাবি করলেন, বিজেপির দালালরাই তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য CGO কমপ্লেক্স থেকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, এই সংক্রান্ত প্রশ্ন করা হয় শেখ শাহজাহানকে। 'সাবিনা এন্টারপ্রাইস কি দুবাইয়ে টাকা পাঠাত? ১৩৭ কোটি টাকার ব্যবসা আপনার? ' একের পর এক প্রশ্ন ছোড়া হয় শাহজাহানের দিকে। বুধবারের মতোই বিরক্তির সুরে সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত বলেন, 'আরে, সব মিথ্যে কথা। কেন বলছেন এসব' বললেন, 'আরে,সব দালাল, সব মিথ্যে'  কারা দালাল? এবার সন্দেশখালিকাণ্ডে একাধিক অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানের দাবি, বিজেপির দালাল সব। এবার সরাসরি সন্দেশখালির বাঘের গলায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ! 


 'চোর চোর' স্লোগান


শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে।  তাঁকে উদ্দেশ্য করেও ওঠে 'চোর চোর' স্লোগান। ওঠে শেখ শাহজাহানকে তিহাড় জেলে পাঠানোর দাবি। মেডিক্যাল টেস্ট করে বেরিয়ে আসার সময় বিক্ষোভের মুখে পড়েন শেখ শাহজাহান। তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেন কয়েকজন বিক্ষোভকারী। শেখ শাহজাহানকে সন্দেশখালির ত্রাস বলেও সম্বোধন করেন তাঁরা। বিক্ষোভকারীদের একজন বলেন, শেখ শাহজাহানের মতো লোকেরা বুথ দখল করে, তাই তাদের তিহাড় জেলে পাঠিয়ে বুথ রক্ষায় সেনাবাহিনীকে মোতায়েন করা হোক। 


আরও পড়ুন :             


'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা