ঝিলম করঞ্জাই, কলকাতা: হস্টেলে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে মারধর ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। তাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন (West Bengal Commission for Protection of Child Rights )। জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
নিগ্রহের অভিযোগ শিশুকে: একটি আবাসিক স্কুলে পড়ত তৃতীয় শ্রেণির ওই ছাত্র পরিবারের অভিযোগ, হস্টেলের সিনিয়ররা ১০ বছরের পড়ুয়াকে নিগ্রহ করেছে। সঙ্কটজনক অবস্থায় ওই নাবালক কলকাতার একটি হাসপাতালে ভর্তি। হাসপাতালে আজ আক্রান্ত শিশুটির সঙ্গে কথা বলেন কমিশনের চেয়ারপার্সন ও জনশিক্ষা দফতরের এক আধিকারিক।
সূত্রের খবর, শিশু সুরক্ষা অধিকার কমিশনের কাছে অভিযোগ আসে, হস্টেলে তাকে মারধর করা হয়। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে ICU-তে চিকিৎসাধীন। পুরো বিষয়টি নজরে আসায় শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতালে যান কমিশনের চেয়ারপার্সন ও জনশিক্ষা দফতরের এক আধিকারিক। আজ আক্রান্ত শিশু সহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। কথা বলেছেন আক্রান্ত শিশুর পরিবারের সঙ্গে। গোটা ঘটনার রিপোর্ট জমা দেবেন তাঁরা।
এদিকে অবশেষে খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের। ভিন রাজ্য থেকে খুঁজে পাওয়া গেল নোদাখালির বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলেকে। পুরীর সমু্দ্র সৈকত থেকে উদ্ধার করা হল ১৪ বছরের নাবালককে। এই ইস্যুতে বুধবার বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, নোদাখালি থানা এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের নাবালক ছেলেকে অপহরণ করা হয়েছে। বছর ১৪-র ওই স্কুলপড়ুয়া উধাও হওয়ার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। এরইসঙ্গে পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শঙ্কুদেব পণ্ডা। এদিন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, “ছেলেটির একজন স্কুল শিক্ষকের মোবাইলে ফোন করে জানানো হয়েছে কোনও একটা এন্ড থেকে, যে পুরীর সমুদ্র সৈকতে ছেলেটিকে হঠাৎ করে পাওয়া গেছে। এই খবর পাওয়ার পর আমরা তাঁর সেই ম্যাডামের বক্তব্য অনুসারে, যে ফোন নম্বর ওঁরা যোগাযোগ করেছে, সেই ফোন নম্বরে যোগাযোগ করি পুরীতে। পুরীতে পৌঁছনোর পর, তাঁরা পৌঁছে আমাদের বাড়ির ছেলেকে তাঁরা উদ্ধার করেন।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ইদের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, দুই প্রতিপক্ষের সৌজন্যের ছবি বাঁকুড়ায়