সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির। এখনও বাইরে রয়েছে শাহজাহানের বাহিনীর বহু লোক। আর তারাই এখনও সাধারণ বাসিন্দাদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালির বেড়মজুরের বাসিন্দাদের অনেকে। 


কী অভিযোগ:
বেড়মজুরের বাসিন্দাদের অভিযোগ, 'এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দলের নেতারাই। জমি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তাড়িয়ে দিচ্ছে পুলিশ। বিঘের পর বিঘে জমি দখল করে ভেড়ি তৈরি করেছে শেখ শাহজাহানের দল। ক্যাম্পে জানিয়েও মিলছে না সুরাহা। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শঙ্কর সর্দাররা।' পুলিশে ভরসা হারিয়ে এখন সিবিআইয়ের দিকেই তাকিয়ে বেড়মজুরের বাসিন্দারা।


এখন ভার সিবিআইয়ের হাতে:
সন্দেশখালির ভার এখন CBI-এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। CBI সূত্রে খবর, দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে আদালতের নির্দেশনামা। এরপরই দিল্লির তরফে জানতে চাওয়া হয়েছে, কলকাতা জোনের দুর্নীতিদমন শাখা এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কতজন বাঙালি অফিসার রয়েছেন। মহিলা অফিসারই বা কতজন। তাঁদের পদমর্যাদাও জানতে চেয়েছে CBI-এর দিল্লি অফিস। সূত্রের খবর, সন্দেশখালির ভৌগলিক অবস্থান বিচার করে সেখানে ক্যাম্প তৈরি করা হবে নাকি, নিজাম প্যালেস থেকেই অপারেশন চলবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে কলকাতার অফিসারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।


ভোলবদল শাহজাহানের:
সিবিআই-প্রসঙ্গে একেবারে উল্টো উক্তি ধৃত শেখ শাহাজাহানের মুখে। 'সন্দেশখালির তদন্ত CBI করলে ভাল হবে। ED তদন্ত করছে, ওরাও ভাল করছে', সন্দেশখালি নিয়ে হাইকোর্টের CBI-তদন্তের নির্দেশের প্রেক্ষিতে দুই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা গেল শেখ শাহজাহানের মুখে। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য সল্টলেকের CGO কমপ্লেক্স থেকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই মন্তব্য করেন শেখ শাহজাহান। 

কী বলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র?
সাংবাদিক বৈঠকে রেখা পাত্র বলেন, 'সিবিআই তদন্ত করলে সন্দেশখালির মা-বোনেরা আরও সাহস পাবে। সিবিআই পোর্টাল খুললে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মা-বোনেরা।' পুলিশ যা করছে তাতে রাজ্য পুলিশের উপর ভরসা করা যাচ্ছে না বলেও অভিযোগ তাঁর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ৬০ লক্ষেরও বেশি বিরিয়ানি অর্ডার! ইদের আগে সুইগিতে সবচেয়ে বেশি বিক্রি কোন শহরে?