কলকাতা: টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য। মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর'! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'! 'পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে?'  
খতিয়ে দেখে পদক্ষেপ, জানালেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির। আর এবার এই নিয়ে টুইট করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ টুইট করে বলেছেন, 'বিচ্ছিন্নতাবাদী শক্তির সমর্থক পশ্চিমবঙ্গ সরকার। এই রাজ্য সরকার শুধু জঙ্গিদেরই মদত দিচ্ছে না, তরুণ ছাত্রদের মধ্যে ভারতবিরোধী মানসিকতা তৈরি করার চেষ্টা করছে।' 






আরও পড়ুন, লাভলিকে বাড়িতে এসে চা খাওয়ার আমন্ত্রণ সুজনের, সিপিএম নেতার বাড়িতে 'দিদির দূত'


প্রাথমিক ভাবে এর জন্য পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের ঘাড়ে দায় চাপিয়েছে। কিন্তু এক্ষেত্রে বড় প্রশ্ন হল, যেখানে টেস্ট পেপারের প্রকাশক পর্ষদ, সেখানে এমন ঘটনা ঘটে কী করে? মাধ্যমিক আসছে। কদিন আগেই তার টেস্ট পেপার বেরিয়েছে। সেই টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় ইতিহাসের প্রশ্নে যেখানে ভারতের ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হয়েছিল, সেখানেই এই একাধিক বিকল্পের মধ্যে রয়েছে 'আজাদ কাশ্মীর।' বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকিস্তানে বাসিন্দারা পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে থাকেন। কিন্তু ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে তা 'আজাদ কাশ্মীর' হিসেবে আসে কী করে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের  বক্তব্য, 'এটা যখন নজরে এসেছে, তখন আমরা চেষ্টা করছি যে এটার যদি সংশোধন করা সম্ভব হয় তা হলে সেটা করে নেওয়া বা যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় তা হলে সেটা দেওয়া। বিষয়টি কী ঘটেছে, এটা জানব। এবং জানতে পারলে ওয়েবসাইটে দিয়ে দেব। দ্বিতীয়ত, যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও যাঁরা সেই প্রশ্নের এডিটিং করেছেন তাঁদের সঙ্গে কথা বলব। তার পর বোর্ডের যে আইন রয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'