কলকাতা : ৮ অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে, চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে নোটিস দিয়েছিল ঠাকুরপুকুর থানা।একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল ২ চিকিৎসকের বিরুদ্ধে। ২ চিকিৎসক ও তাঁদের ২ গাড়িচালককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া  হয়েছিল। শেষ অবধি পাওয়া খবরে, ঠাকুরপুকুর থানায় পৌঁছলেন চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। পুলিশি তলবের প্রতিবাদে ঠাকুরপুকুরে বিক্ষোভ শুরু অভয়া মঞ্চের।

আরও পড়ুন, গাইঘাটার ভোটারের নাম বাদ, একই নামে অন্য ঠিকানায় ভোটার !

'আমরা এই পুলিশের আচরণকে ধিক্কার জানাচ্ছি'

ঠাকুরপুকুর থানার সামনে দাঁড়িয়ে, পুলিশি তলবের ইস্যুতে  এক প্রতিবাদী বলেন,  এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা।  কলকাতা পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারে না।  কথাটা আমার নয়, মহামান্য হাইকোর্টের। তাঁরা বাংলার মেয়েদের সুরক্ষা দিতে পারে না। যারা প্রতিবাদ আন্দোলন করে, তাঁদেরকে দিনের পর দিন হেনস্থা হতে করা হয়। এক বছর আগে দুর্গামন্ডপে যে সকল প্রতিবাদী , We demand justice বলেছিল, তাঁদেরকে এই কলকাতা পুলিশ বিভিন্ন থানায় তুলে নিয়ে গিয়ে সারা রাত রেখে দিয়েছিল।...আমরা এই পুলিশের আচরণকে ধিক্কার জানাচ্ছি।'

' আমরা তো আইনভঙ্গ করিনি'

এদিন অভয়ামঞ্চের আহ্বায়ক তমোনাশ চৌধুরী বলেন,  ৮ তারিখ যে সাইকেল মিছিল হয়েছে, পুলিশ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছিল। কোনওরকম কোনও সমস্যা হয়নি। সেই মিছিলের কারণে...কলকাতার কিছু কিছু রাস্তায় নাকি সাইকেল মিছিল করা যায় না। সেই কারণেই আমাদেরকে নোটিস দিয়েছেন, যে আমরা আইনভঙ্গ করেছি। আসলে আমরা তো আইনভঙ্গ করিনি। দেশের আইন প্রতিবাদ করার অধিকার দিয়েছে। ..এখন সাইকেল চালানো যাবে না, এইটা অপরাধ হয়, প্রতিবাদ করতে পারি, কিন্তু সাইকেল চালিয়ে করতে পারব না, সেটা আমরা জানতে চাইব।

'আমরা যারা অভয়ামঞ্চ করি, আমরা তো আইন মেনে চলা লোক..'

অভয়ামঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, কাল দুপুরে সমনটা পেয়েছি। আমরা যারা অভয়ামঞ্চ করি, আমরা তো আইন মেনে চলা লোক। গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করা লোক, তো আমাদের কাছে, তো আমাদের কাছে একটা আইনি নোটিস এসেছে, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে, পুলিশ। আমরা যাব।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)