Bank of Baroda Recruitment 2022: ব্যাঙ্কে চাকরি করতে চাইলে এটা হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি স্পেশ্যালিস্ট অফিসার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ বরোদা (BOB)। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে পারেন চাকরিপ্রার্থীরা।


​​Bank Recruitment 2022: কতগুলি পদে হবে নিয়োগ ?
ব্যাঙ্ক অফ বরোদার (BOB)স্পেশ্যালিস্ট অফিসারের জন্য সব মিলিয়ে ৩২৫টি পদে নিয়োগ হবে। যার জন্য প্রার্থীরা ১২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীরা অফিশিয়াল সাইট bankofbaroda.in-এ গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।


Bank of Baroda Recruitment 2022: শূন্যপদের বিশদ বিবরণ রয়েছে


Corporate and Institution Credit - 100 Posts


Credit Analyst - 100 Posts


Relationship Manager- 75 Posts


Corporate and Institution Credit –50 Posts


​​Bank Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা


এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই স্নাত্ক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীর স্নাতকোত্তর শংসাপত্র থাকতে হবে।


Bank of Baroda: নির্বাচন প্রক্রিয়া


এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।


​​Bank Recruitment 2022: জেনে নিন বেতন কাঠামো


কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশন ক্রেডিট – ৬৯,১৮০ টাকা


ক্রেডিট অ্যানলিস্ট – ৭৮,২৩০ টাকা


রিলেশনশিপ ম্যানেজার – ৮৯,৮৯০ টাকা


কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশন ক্রেডিট – ৭৮,২৩০ টাকা


Bank of Baroda: এই মেনে আবেদন


১ এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে প্রথমে প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল সাইট http://www.bankofbaroda.co.in -এ গিয়ে আবেদন করতে হবে।


২ এবার প্রার্থীরা হোমপেজে, Current Opportunities-এ ক্লিক করুন।


৩ এবার প্রার্থী স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২২-এর সাথে সম্পর্কিত লিঙ্কটি দেখতে পাবেন।
 
৪ এখন প্রার্থীকে তার অনলাইন আবেদন পূরণ করতে হবে।
 
৫ এর পরে প্রার্থীর বিবরণ লিখুন ও ফি প্রদান করুন।


আরও পড়ুন : ITBP SI Recruitment 2022: বর্ডার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের যোগ্যতা জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI