কলকাতা:  শনিবার রেড রোডে হবে দুর্গাপুজোর (Durga Puja 2022) কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।


শনিবার বিকেল চারটের সময় শুরু হবে  দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। শনিবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।এর থেকে কোনও বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে অতিরিক্ত ট্রেলার ব্যবস্থা নিজেকেই করতে হবে। সেক্ষেত্রে চালকের নাম ও ফোন নম্বর সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে।১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি সরাসরি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে। তবে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, এবছর কার্নিভালে অংশ নিচ্ছে না স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিন।


আরও পড়ুন, 'বিপর্যয়ের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা হওয়া উচিত', 'মাননীয়া'-কে একাধিক প্রশ্ন শুভেন্দুর  


কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে শুরু হবে দুর্গাপুজোর কার্নিভ্য়াল। শেষ হবে গান্ধী মোড় ময়দানে। দুর্গাপুরের ১৫ টি সেরা পুজো এই কার্নিভ্যালে যোগদান করছে। তবে পুজোর কার্নিভ্য়াল বাতিল হয়েছে জলপাইগুড়িতে। কারণ, দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান ( Harpa Ban incident)। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। আশঙ্কা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে।  মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। এহেন পরিস্থিতি পুজো কার্নিভ্যাল হবে কিনা, তা নিয়ে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকের পর জেলা প্রশাসন জানান, মানুষ যখন চাইছেন না, তখন বন্ধ রাখাই ভালো। 


বিস্তারিত আসছে....