কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) ৮ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি (ED)। ওই ৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছ বলে অনুমান ইডি-র তদন্তকারীদের। এরপরেই ৮ টি শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করল ইডি।
৮ টি শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করল ইডি
মূলত এসএসসি দুর্নীতি মামলায় তদন্তে নেমে একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পান ইডি আধিকারিকরা। খবর মেলে ওই ৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের। ভুয়ো কোম্পানির ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনিভাবে লেনদেন করা হয়েছে। এই ধরণের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনও ধরণের লেনদেন করা যাবে না বলেই ৮ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল ইডি। এবং ইডি আধিকারিকরা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। কিন্তু এই মুহূর্তে তার ইডি কাস্টডি-তে রয়েছেন। তাই এহেন সময়ে কোনও ট্রানজকসনই করতে পারবেন না তাঁরা। তাই তথ্য সংগ্রহ চলছে। তবে আগামীদিনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হবে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন,ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না: দিলীপ ঘোষ
ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়
ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর। এদিক গত বুধবার দুপুরেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। বেলঘরিয়ার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্পিতার ঘরে তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। তারপরেই ফের বিপুল পরিমাণ অর্থ উদ্ধার। ইতিমধ্যেই টালিগঞ্জের পর পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। সোনা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।