প্রবীর চক্রবর্তী, কলকাতা: শনিবারের ভোরে মর্মান্তিক দুর্ঘটনার (fatal accident) খবর বেহালায় (Behala)। সরশুনার রায়দিঘির কাছে লরির (lorry) ধাক্কায় মৃত্য়ু হল মহিলা সিভিক ভলান্টিয়ারের (civic volunteer)।


বেহালায় লরির ধাক্কায় মৃত মহিলা সিভিক ভলান্টিয়ার


বেহালার সরশুনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। রায়দিঘির কাছে লরির ধাক্কায় মৃত্য়ু হল মহিলা সিভিক ভলান্টিয়ারের। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারে স্বামীর পিছনে বসে যাচ্ছিলেন তিনি। আচমকা ভারসাম্য় হারিয়ে রাস্তার একদিকে পড়ে যান মহিলার স্বামী। ছিটকে গিয়ে পড়েন স্ত্রীও। সেই সময় তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। সীমা দাস নামে মৃত ওই মহিলার বয়স ৪৪। ওই সিভিক ভলান্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  


পুলিশ সূত্রে, জানা গেছে ওই মহিলার স্বামী স্কুটিটি চালাচ্ছিলেন। পিছনে ওই মহিলা বসেছিলেন। মুচিপাড়ার দিক থেকে রায়দিঘির দিকে স্কুটিটি আসছিল। সেই সময় স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে এবং ভারসাম্য হারিয়ে স্কুটি নিয়ে পড়ে যায় ওই মহিলার স্বামী। মহিলার স্বামী রাস্তার ডান দিকে পড়েন। ওই মহিলা রাস্তার বাঁদিকে পড়েন। ঠিক সেই সময়ই পিছন থেকে আসছিল লরিটি এবং ওই মহিলার মাথার উপর দিয়ে সেটি চলে যায়। এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: Hooghly News: রবি থেকে সোম ট্রেন চলাচল বন্ধ হাওড়া-তারকেশ্বর রুটে, কোথায় কত ক্ষণ বিঘ্ন পরিষেবায়, জানুন বিশদ


অন্যদিকে, গতকালও একাধিক দুর্ঘটনার খবর মেলে। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। বেপরোয়া গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই বধূর। দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বালির সাঁপুইপাড়া এলাকা। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে বারবার দুর্ঘটনার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিয়েবাড়ি ফেরত বাস উল্টে দুর্ঘটনার খবর মেলে কাল। আহত হন অন্তত ৭ জন। স্থানীয় সূত্রে খবর, বহরমপুরে কনেযাত্রীদের পৌঁছে দিয়ে ফিরছিল বাসটি। আচমকা, হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটে দোকানে ধাক্কা মেরে রাজ্য় সড়কের ওপর উল্টে যায় বাসটি। ঘটনায় গুরুর আহত হয় ৭ জন। তাঁদের বহরমপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনার পর থেকেই  বাসের চালক ও খালাসি পলাতক। ঘাতক গাড়িটি আটক করে পুলিশ।