ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকার, কলকাতা: সরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের উঠল অমানবিকতার অভিযোগ। হাসপাতালের দরজায় পৌঁছেও বিনা চিকিৎসায় মৃত্যু হল মাঝবয়সী ব্যক্তির। সরকারি হাসপাতালের আউটডোরের সামনে পড়ে থেকেও মিলল না চিকিৎসা। অমানবিক ঘটনার সাক্ষী থাকল এই শহর। 


বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, সংক্রমণ নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ঘুরেছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কেউ ফিরেও তাকায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।                                                                                                                


অন্য রোগীর আত্মীয়দের দাবি, অজ্ঞাতপরিচয় ওই রোগীর পায়ে সংক্রমণ ছিল। বেশ কয়েকদিন ধরেই তাঁকে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেছে। দু’দিন ধরে আউটডোরের সিঁড়িতে বসেছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে তাঁকে সেখানেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, আউটডোরের সামনে এভাবে পড়ে থাকলেও, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কেউ এগিয়ে আসেনি। 


আরও পড়ুন, দ্বারকার জলের ভাসছে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ হল দাহকাজ


এদিকে, এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত হবে। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।                                                                 


এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। হাজার হাজার মানুষের ভরসা সরকারি হাসপাতাল। সেই হাসপাতালেই যদি চিকিৎসা না মেলে, তাহলে গরিব মানুষ যাবে কোথায়? আর জি কর মেডিক্যাল কলেজের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে