সত্যজিৎ বৈদ্য, কলকাতা: হরিদেবপুরের সৃজনীপার্কে তড়িদাহত হয়ে আহত দুই শিশু (Haridevpur Electrocuted Case)। স্থানীয়দের দাবি, পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনা ঘটে। এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু।           


তড়িদাহত হয়ে আহত: বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রাজ্যে এই প্রথম নয়। কয়েক বছরের ঘটনাপ্রবাহ দেখলে বোঝা যাবে, বর্ষা পড়তেই এই আশঙ্কা আরও বেড়ে যায়। গত এক মাসেই একাধিকবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবার নির্মীয়মাণ বাড়ির ছাদে উঠে পেয়ারা পারতে গিয়েই ঘটল বিপত্তি। গুরুতর আহত হরিদেবপুরের বাসিন্দা দুই শিশু। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধে ৬.৩০টা নাগাদ নির্মীয়মাণ বাড়ির ছাদে ওঠে তারা। সেখানে থেকে পেয়ারা পাড়তে গিয়ে ঘটে দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল দুজনই। বিদ্যুৎ তারে আকশি লেগে তড়িদাহত হয় দুই শিশু।                              


গত মাসে মাছের ভেড়ির জমিতে বিছানো বেআইনি বিদ্য়ুতের তারে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্য়ু হয় এক চতুর্থ শ্রেণির ছাত্রের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনায় প্রশ্ন ওঠে বিদ্য়ুৎ দফতরের নজরদারি নিয়ে। দুর্ঘটনার পর তড়িঘড়ি যে বাড়ি থেকে বিদ্য়ুৎ নেওয়া হয়েছিল সেই বাড়ির বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মহিষাদল ব্লকের মলুবসান গ্রামের বাসিন্দা ছিল মৃত শিশু ঘটনার সময় বন্ধুদের সঙ্গে ছেলছিল। বল ভেড়ির জমিতে পড়ে গেলে কুড়োতে যায় চতুর্থ শ্রেণির ছাত্র। বল কুড়োতে গেলে তারে হাত লেগে বিদ্য়ুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয় এক বাসিন্দা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছোট্ট ছেলেকে হারিয়ে ভেড়ি মালিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃত শিশুর বাবা গৌরাঙ্গ রানা। তিনি বলেছিলেন, " ওঁর শাস্তি হোক। ওরকমভাবে লাইন টেনে নিয়ে গেছে। পুরো তারটাই কাটা। আমাকে ৫ লাখ টকা দিচ্ছিল। আমি বললাম টাকা লাগবে না। ওঁর শাস্তি হোক। বেআইনিভাবে পুরো তারটাকে নিয়ে গেছে। বারবার বলে বলেও ঠিক করেনি।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুলেই অন্যের ঘাড়ে দায় মুখ্যমন্ত্রীর, পাল্টা মিথ্য়াচারের অভিযোগ অর্জুনের