সুনীত হালদার, হাওড়া: সোম থেকে শনি, হাওড়া থেকে প্রচুর মহিলা কর্মসূত্রে কলকাতার বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। বিভিন্ন জেলা থেকে অনেক চাকরিজীবী মহিলা হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে অফিস টাইমে বাস ধরেন কলকাতার নানা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। প্রচুর পুরুষের ভিড় বাসে উঠে অস্বস্তি বোধ করলেও কোনও উপায় থাকে না তাঁদের। ঠেলাঠেলি করে প্রতিদিন যেতে মন না চাইলেও কিছু করার থাকে না। দীর্ঘদিনের সেই অসুবিধা দূর করতে এবার এগিয়ে এল রাজ্য সরকার। লেডিস স্পেশাল বাস (Ladies Special Bus) চালু করল হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত। এই বাসে শুধুমাত্র মহিলারাই উঠতে পারবেন।


আরও পড়ুন: South Eastern Railway: শুরু হবে ইন্টারলকিংয়ের কাজ, শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল..


মঙ্গলবার হাওড়ায় এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবার থেকে প্রতিদিনই অফিস টাইমে হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাস। শুধুমাত্র মহিলাদের জন্য স্পেশালভাবে বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা।


বাসটির উদ্বোধনের পর পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "রোজ সকাল  ৯ টা ৩০ মিনিটে হাওড়া থেকে লেডিস স্পেশাল বাস চলবে বালিগঞ্জ পর্যন্ত। শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া এই বাসটি পার্ক স্ট্রিট , এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে। এই বাসের চালক পুরুষ থাকলেও  কন্ডাক্টর হবেন মহিলা। হাওড়া থেকে আপাতত একটি বাস চালু হল। পরবর্তীকালে যাত্রীদের সংখ্যা বুঝে বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিকেল ৫টা ৩০ মিনিটে আবার বালিগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত একই রুটে আসবে বাসটি।"


রাজ্য পরিবহন দফতরের এই উদ্য়োগে অত্যন্ত খুশি হয়েছেন হাওড়া থেকে কাজের জন্য প্রতিদিন পার্ক স্ট্রিট কিংবা বালিগঞ্জে যাওয়া চাকরিজীবী মহিলারা। দীর্ঘদিনের অসুবিধা এই বাস চালুর ফলে কিছুটা কমবে বলেই অনুমান তাঁদের। তাই মহিলাদের অসুবিধার কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই। বাসের সংখ্যা আরও বাড়ানো হলে ভালো হবে বলেও মত প্রকাশ করেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: HC On Suvendu: 'নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে..', শুভেন্দুর করা মামলায় রাজ্যকে কী প্রশ্ন বিচারপতির ?