কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থান বিক্ষোভ ও অবস্থানের অনুমতি দিল আদালত। ধর্মতলায় বিক্ষোভ-অবস্থানের অনুমতি আদালতের। চৌরঙ্গি রোডের ওপর বিক্ষোভ-অবস্থানের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভ-অবস্থানের অনুমতি। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ কাল।
সম্প্রতি আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল । মূলত গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্নের মুখে সিবিআই। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ইতিমধ্যেই ফের পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপরেই আসে বাধা। প্রাক বর্ষবরণ, বড়দিনে ভিড়ে ট্রাফিকের কারণ দেখিয়ে , ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকদের সংগঠন। বিচার চেয়ে ধর্মতলায় ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্না-অবস্থানের ডাক । ধর্মতলায় ধর্না-অবস্থানের ডাক সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠনের । ধর্নার অনুমতি চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন। 'দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে CBI-কে, রাজ্যকে দিতে হবে NOC'। বিচারের দাবিতে ধর্মতলায় ধর্নার ডাক দিয়ে দাবি সিনিয়র চিকিৎসক সংগঠনের। অবশেষে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থান বিক্ষোভ ও অবস্থানের অনুমতি দিল আদালত।
সম্প্রতি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেছিলেন, সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ, জুনিয়র ডাক্টার -সিস্টার, যারা এখানে আছেন, আপনারা জানেন ৯ অগাস্ট, আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনাই আজকে, ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল, আজকে জামিন পেয়েছে। আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক-সমাজের সমস্ত স্তরের মানুষ এই ডাকে সারা দিয়েছিল। আজকে ৯০ দিনের পেরিয়ে যাওয়ার পরেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে কোনও চার্জশিট দেখতে পেলাম না। তাই তারা জামিন পেয়েছে কোর্ট থেকে।'
আরও পড়ুন, 'বাংলাদেশে ৬ বছরের শিশুকন্যার- সহ মায়ের রহস্যমৃত্যু', বিস্ফোরক অভিযোগ হিন্দু পরিবারের !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।