কলকাতাঃ রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান। জানা গিয়েছে, অসমের জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান (Indigo Flight) রানওয়ে থেকে পিছলে কাদায় পড়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন বিমান যাত্রীরা। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে বিমান সংস্থা।


অসমে রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান


অসমে রানওয়েতে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান। জোড়হাট থেকে ওড়ার সময় এই বিপত্তি ঘটে। রানওয়ে থেকে কাদায় নেমে যায় ওই যাত্রীবিমান। তবে বড় দুর্ঘটনার থেকে হাত থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা। যদিও কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। বিমান সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর বিমানটি বুধবার দুপুরে অসমের জোরহাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। রানওয়ে ধরে এগোনোর সময়ে  আচমকাই চাকা পিছলে যায়। পাশের জমিতে পিছলে পড়ে। এদিকে বৃষ্টির কারণে মাটি নরম থাকা কারণে ওই বিমানের চাকা মাটিতে গেঁথে যায়। এদিকে হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে ইন্ডিগো।


আরও পড়ুন, আজ পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট


জোরহাট থেকে কলকাতাগামী ওই বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল


ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, জোরহাট থেকে কলকাতাগামী ওই বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল। তবে রানওয়েতে ওই ঘটনার এক ঘন্টার ভিতরেই যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানের কোনও যান্ত্রিক ত্রুটির জন্যেই এই বিপত্তি ঘটেছে। তবে ইতিমধ্যেই বিমানটিকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে। তবে এই প্রথমবার নয়, সম্প্রতি বারবার বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে। তবে কেন আগে থেকে পুরোপুরি ধরা পড়ছে না সেই যান্ত্রিক ত্রুটি ? কাজে কি কোনওভাবে হচ্ছে গাফিলতি ? ঠিক কী কারণ লুকিয়ে রয়েছে এবারে কলকাতাগামী ইন্ডিগো বিমানের ক্ষেত্রেও ?  উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন এবার।