কলকাতা: কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুনে চাঞ্চল্য়কর তথ্য! 'ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে আলাপ যুবতীর। ডেটিং অ্যাপে ফাঁদ পেতে ব্ল্যাকমেল করত ধৃত ২ জন। সেই কাজে বাধা দিতেই খুন করা হয় আদর্শ লোসাল্কাকে', ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। যুবতীর সঙ্গে আদর্শের মোবাইল ফোনের চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।
কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন তাঁর ২সঙ্গী। পুলিশ সূত্রে দাবি, ধৃত ২জনই তার সঙ্গে এসেছিলেন হোটেলে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। খুনের পর পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্নরকম দাবি। তারপরেও শেষ রক্ষা হল না। পুলিশ সূত্রে দাবি, রবিবার দুপুরে এসে আত্মসমর্পণ করেন কসবার হোটোলে নিহত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ২ সঙ্গী।
পুলিশ সূত্রে দাবি,ধৃত যুবকের নাম ধ্রুব মিত্র, পেশায় ডেলিভারি সংস্থার কর্মচারী। এবং ধৃত তরুণী কোমল সাহা, পেশায় কনটেন্ট রাইটার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে,চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃতের পেটে মিলেছে মিলেছে মদ ও খাবার। রাজাডাঙার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাল্কার দেহ উদ্ধারের ঘটনায় ২সঙ্গীকে গ্রেফতার করে। তাদেরকে জেরা করেই সামনে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়।
পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন, ডেটিং অ্য়াপের মাধ্য়মে আলাপ হয়েছিল তাঁদের ৩ জনের। শুক্রবার অনলাইনে ২টি ঘর বুকিং করেন তাঁরা। এরপর রাত ৮.৩০টায় ধ্রুব এবং কোমলকে নিয়ে হোটেলে ওঠেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাল্কা। রাত ২.৩০টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান নিহতের সঙ্গী ওই তরুণী এবং যুবক। যা সবটাই ধরা পড়েছে সিসি ক্য়ামেরায়। যারা যখন হোটেলে এসেছিল আর যখন বেরিয়েছিল, সবটাই সিসিক্য়ামেরায় বন্দি হয়েছে। দেখা যাচ্ছে তারা সাড়ে আটটায় ঢুকেছিলেন। তারপর ২জন আড়াইয়ে নাগাদ বেরিয়ে যান। কিন্তু প্রশ্ন হল, শুক্রবার রাতে ঠিক হয়েছিল হোটেলের ঘরে? কীভাবে মৃত্য়ু হল বছর ৩৩-এর আদর্শ লোসাল্কার?
পুলিশ সূত্রে দাবি, প্রথমে জেরায় ধৃতরা দাবি করে হোটেলের রুমের মধ্য়ে কোনও কারণে বচসা শুরু হয় তিনজনের। এরপর শুরু হয় ধস্তাধস্তি। মাটিতে পড়ে যান আদর্শ। এরপরই নাক থেকে রক্তপাত শুরু হয় তাঁর। চাঞ্চল্য়কর বিষয় হল জেরায় ধৃতরা জানিয়েছেন, পাল্টা যাতে আদর্শ না মারতে পারেন তাঁর জন্য় পা বেঁধে দেওয়া হয় তাঁর। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর পুলিশ নিশ্চিত যে খুন করা হয়েছিল আদর্শকে। নিহত আদর্শ লোসাল্কার ভাই বলেন, বোঝা যাচ্ছে যে এটা তো খুন। ইনস্টাগ্রাম...খুব কমন। তাছাড়া কিছু ডাউনলোড করলেও আমার জানা নেই। আমার মনে হচ্ছে একটা গ্রুপ। পুলিশ না পদক্ষেপ নিলে যে কারও সঙ্গে ঘটে পারে।